পুণে: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৫ উইকেটে জয় পেয়েছে শ্রেয়স আইয়াররা (Shreyash Iyer)। মরসুমের প্রথম ম্য়াচে নেমেই নাইটদের নায়ক হয়েছে প্যাট কামিন্স। কিন্তু জয়ের পরও নাইট শিবিরে একটা খারাপ খবর। কোড অফ কনডাক্ট লঙ্ঘন করার জন্য ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হল নীতিশ রানার। যদিও মুম্বই ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে চলে গেল কলকাতা নাইট রাইডার্স।


রানা ও বুমরার শাস্তি


আইপিএল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''নীতিশ রানার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। টাটা আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন তিনি। তার জন্যই রানার ম্যাচ ফি কেটে নেওয়া হল।''


বুমরাও সমান শাস্তি পেলেন


একই দোষে দোষী মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাও। তিনি আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল ১ আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন। ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাঁর।


নায়ক কামিন্স


বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হেলায় হারাল কেকেআর (KKR)। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অজি পেসার প্যাট কামিন্স। টিম সাউদিকে বাদ দিয়ে যাঁকে এদিন খেলায় কেকেআর। তিনি যখন ব্যাট করতে নামেন, ১০১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে কেকেআরের। ফিরে গিয়েছেন ভয়ঙ্কর আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়াররা। মাঠে তখন মুম্বই বোলারদের দাপট। সেখান থেকে ১৪ বলে হাফসেঞ্চুরি কামিন্সের। আইপিএলের ইতিহাসে কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৬ রানে অপরাজিত রইলেন অজি তারকা। তাঁর ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা। ৪১ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন বেঙ্কটেশ আইয়ার। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল কেকেআর


আরো পড়ুন: ১৪ বলে হাফসেঞ্চুরি, আইপিএলে নতুন কীর্তি কামিন্সের