মুম্বই: ছন্দে ছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন। তাও আবার বিতর্ক সঙ্গী করে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে আউট হয়েই রেগে আগুন হয়ে গেলেন ম্যাথু ওয়েড। গুজরাত টাইটান্সের এই তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের বলে লেগবিফোর হয়ে ফিরে যান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি ছিলেন ওয়েড। মাঠ ছাড়ার সময়ই তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেন ফুঁসছিলেন রীতিমতো। শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ঢােকার পরই নিজের হেলমেট ছুড়ে ফেলেন। ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন বিভিন্ন জিনিসে। মুহূর্তেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ঠিক কী হয়েছিল?
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। শুভমন গিল আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ম্যাথু ওয়েড। ঘটনাটি ঘটে পাওয়ার প্লে-র শেষ ওভারে। সেই ওভারের দ্বিতীয় বলে গ্লেন ম্যাক্সওয়েলকে সুইপ মারতে যান বাঁহাতি ব্য়াটার। উইকেটের সামনে পা পড়ে যাওয়ায় ম্যাক্সওয়েল লেগবিফোরের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু তখনই রিভিউ নেন ওয়েড। তিনি নিশ্চিত ছিলেন যে বল তাঁর গ্লাভসে লেগেছে। কিন্তু পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেও আউটই হন ওয়েড। মাঠেও বিস্মিত দেখায় ওয়েডকে। এরপর ড্রেসিংরুমে ফিরে নিজের ক্ষোভ উগরে দেন তিনি।
কোথায় দাঁড়িয়ে ২ দল?
এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে চলে গিয়েছিল গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। অন্যদিকে আরসিবি ১৩ ম্য়াচে ১৪ পয়েন্ট। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা রান রেট একেবারে নেগেটিভে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে রয়েছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচ শুধু জিতলেই হবে না, বিরাটদের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে আনতে হবে।