মুম্বই: দুই দল মিলিয়ে ৯ বার জিতেছে আইপিএল (IPL) ট্রফি। চলতি আইপিএলে অবশ্য বেকায়দায়। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) হাফ ডজন ম্যাচ হেরে বসেছে। চেন্নাই সুপার কিংসের (CSK) ঝুলিতে মাত্র এক জয়। বৃহস্পতিবার দুই দলের কাছেই যেন মরণ-বাঁচন ম্যাচ। যে ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৫৫/৭।


চেন্নাইয়ের হয়ে বল হাতে আগুন ছোটালেন মুকেশ চৌধুরী। রাজস্থানের বাঁহাতি পেসারকে এবার দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ছেড়ে দেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, শার্দুলকে ছেড়ে দিয়ে কি ঠিক করল মহেন্দ্র সিংহ ধোনিদের দল? তার ওপর চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়ে সিএসকে শিবিরের উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন দীপক চাহার। যিনি সিএসকে জার্সিতে ম্যাচের পর ম্যাচ ধারাবাহিকতা দেখিয়ে জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন।


তবে তাঁদের অভাব বুঝতে দেননি মুকেশ। তিন উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে প্রথম ওভারেই রোহিত শর্মা ও ঈশান কিষাণের উইকেট তুলে মুম্বই ইনিংসের কোমর ভেঙে দেন। পরে বেবি এবি নামে বিখ্যাত হয়ে ওঠা ডেওয়াল্ড ব্রেভিসকেও ফিরিয়ে দেন বাঁহাতি পেসার। তাঁর বলের স্যুইং সামলাতে তখন হিমশিম খাচ্ছেন ব্যাটাররা।


রুখে দাঁড়ান সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। ২১ বলে ৩২ রান করে ফেরেন সূর্যকুমার। ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিলক।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাডেজা। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। জাডেজাও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।