মুম্বই: আইপিএল (IPL) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK)। তবে মরসুম শুরুর আগে এখনও অবধি ভারতে এসে পৌঁছতে পারেননি মঈন আলি। এই নিয়েই দুশ্চিন্তায় পড়েছে সিএসকে শিবির।
এবারের আইপিএলের নিলামে মঈনকে তোলেনি সিএসকে। আট কোটি টাকায় রিটেন করেছিল। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে এখনও পর্যন্ত ইউকে-র ভারতীয় হাই কমিশন মঈনকে ভিসার জন্য ছাড়পত্র দেয়নি। এর জেরেই ভারতে আসতে পারছেন না তিনি। এই নিয়ে সিএসকের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন শনিবার বলেন, ‘ও ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছিল। তারপর ২০ দিন হয়ে গিয়েছে। ও প্রায়ই ভারতে আসে, তা সত্ত্বেও ছাড়পত্র পাচ্ছে না।’
তবে বিশ্বনাথনের বিশ্বাস, সোমবারের মধ্যেই মঈন জরুরি ভিসা পেয়ে যাবেন। ‘আমরা আশা করছি ও শীঘ্রই দলে যোগ দেবে। ও কথা দিয়েছে ছাড়পত্র হাতে পেলেই পরের বিমান ধরে ও ভারতে চলে আসবে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এ বিষয়ে আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আশা করছি সোমবারের মধ্যে ও ছাড়পত্র পেয়ে যাবে,’ বলেছেন কাশী। তবে মঈন একা নন, গুজরাত টাইটান্সের সহকারী কোচ আব্দুল নঈমের ক্ষেত্রেও ভিসা পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত টাইটান্স শিবির।
এদিকে, অনুশীলনে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ধোনিকে। পুল, কাট, হেলিকপ্টার শট, বাদ যাচ্ছে না কিছুই। সম্প্রতি চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ধোনিকে দেখা যাচ্ছে বিধ্বংসী ছন্দে। মাঝ পিচে ব্যাট করতে দেখা গিয়েছে ধোনিকে। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে দলের অন্যতম সহকারী কোচ মাইকেল হাসি। নিজেদের মধ্যে ম্যাচ সিচুয়েশন প্র্যাক্টিস করছিলেন ধোনিরা। ব্যাট করার সময় ধোনিকে একের পর এক বল ওড়াতে দেখা গেল গ্যালারিতে। মাইকেল হাসি হরাত তুলে ছক্কার ইঙ্গিত করলেন।