কলকাতা: ভরদুপুরের আকাশের চেহারায় ছিল অশনি সংকেত। কালো মেঘের ঘনঘটা। আচমকাই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। গোটা ইডেন গার্ডেন্স (Eden Gardens) তখন প্লাস্টিকের কভারের তলায়। সিএবি (CAB) কর্তারা তড়িঘড়ি পৌঁছলেন ইডেনে। আসরে নেমে পড়লেন স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনিও পৌঁছে গেলেন ক্রিকেটের নন্দনকাননে। তিন বছর পর আইপিএলের (IPL) ম্যাচ কলকাতায়। আর বৃষ্টির জন্য কি না সেই ক্রিকেট উৎসব ভেস্তে যাওয়ার আশঙ্কা!
ক্রিকেটপ্রেমী ও আয়োজকদের প্রার্থনা যেন শুনলেন স্বয়ং ঈশ্বরও। বৃষ্টির স্থায়িত্ব হল মাত্র মিনিট ১৫-২০। বৃষ্টি থামতেই মাঠে নেমে পড়ল সিএবির সুপার সপার। প্লাস্টিকের কভারের ওপর জল শুকিয়ে ফেলার পর্ব শুরু হল। খানিক বাদে রোদও উঠল। ধীরে ধীরে সরে গেল মাঠের সমস্ত কভার। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া মাঠের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, মাঠ খেলার আগে প্রস্তুত হয়ে যাবে। যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন কলকাতায় ক্রিকেটপ্রেমীরা।
বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যেতে স্বস্তি রাজস্থান রয়্যালস শিবিরেও। কারণ আইপিএলের নিয়ম সঞ্জু স্যামসনদের দুশ্চিন্তায় ফেলার জন্য যথেষ্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বৃষ্টিতে যদি ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তাহলে জয়ী ঘোষণা করা হবে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকে। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পয়েন্ট টেবিলে প্রথম দুই জায়গায় থাকা দুই দল। যার মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গুজরাত টাইটান্স। দুইয়ে রাজস্থান। মঙ্গলবারের ম্যাচ ভেস্তে গেলে তাই কপাল পুড়ত রাজস্থানের। কারণ, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তখন ফাইনালে পৌঁছে যেতেন হার্দিক পাণ্ড্যরা। আর কোয়ালিফায়ার টু-র জন্য অপেক্ষা করতে হতো রাজস্থানকে।
বৃষ্টি থেমে ঝলমলিয়ে রোদ ওঠায় আপাতত যে উদ্বেগ দূরে সরে গিয়েছে। ক্রিকেটীয় দক্ষতার জোরেই ম্যাচের বিজয়ী নির্ধারিত হবে, মোটামুটিভাবে ঠিক হয়ে গিয়েছে সেটাও। ব্যাট-বলের টক্কর দেখার আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: অন্য দলের জন্য প্লে অফে উঠেছি, নিজেদের দমে ট্রফি জিতে দেখাও, সতীর্থদের বার্তা কোহলির