মুম্বই: চলতি মাসের ১২, ১৩ তারিখ বেঙ্গালুরুতে বসতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। মোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে ওই ২ দিনে। সেই তালিকাই এদিন প্রকাশ করা হয়েছে। চলতি বছর আইপিএলের ১৫ তম সংস্করণ। ক্রিকেটারদের মধ্যে মোট ২২৮ জন ক্যাপড প্লেয়ার, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার ও ৭জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার এবার নিলামে উঠছেন। এবারের আইপিএলে মোট ১০ দলের খেলা হবে। লখনউ ও আমদাবাদ নতুন ২ টো ফ্র্যাঞ্চাইজি।
২ কোটি টাকা বেস প্রাইস রাখা ক্রিকেটারের সংখ্য়া এবারের নিলামে মোট ৪৮ জন। ২০ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ। ৩৪ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৩৭০ জন ভারতীয় প্লেয়ার যেখানে নিলামে অংশ নিচ্ছেন। সেখানে ২২০ জন বিদেশি প্লেয়ার এবারের নিলামে উঠছেন।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সর্বাধিক ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে অংশ নিতে চলেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ২৩, আফগানিস্তানের ১৭, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫ জন করে ক্রিকেটার অংশ নেবেন। এছাড়া অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে নামিবিয়ার ৩ জন, ২ জন স্কটল্যান্ড ও জিম্বোবোয়ে, নেপাল ও ইউএসএ থেকে ১ জন করে ক্রিকেটার অংশ নেবেন নিলামে।
আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছিলেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন। এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করেছে।