চেন্নাই : মরসুমের মাঝখানে হঠাৎ ছন্দপতন। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়কত্ব ছেড়ে দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ক্যাপ্টেনের হটসিট ফের ক্যাপ্টেন কুলকেই ছেড়ে দিয়েছেন তিনি। সিএসকে-র পক্ষ থেকে সরকারি বার্তায় যা জানানো হয়েছে।


চেন্নাই সুপার কিংস তাদের সোশাল হ্যান্ডেলে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) কাছে জাড্ডুর অধিনায়কত্ব ফেরানোর খবর জানিয়েছে। যেখানে তারা লিখেছে, রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ভার মহেন্দ্র সিংহ ধোনির হাতে ফিরিয়ে দিয়েছেন। নিজের খেলায় মনোনিবেশ করতে চেয়ে ধোনিকে অধিনায়কত্ব নেওয়ার আবেদন জানিয়েছিলেন জাড্ডু। সিএসকে-র স্বার্থের কথা মাথায় রেখে যা গ্রহণ করেছেন এমএস।


চলতি আইপিএল (IPL 2022) শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তা তুলে দেওয়া হয়েছিল সবথেকে বেশি টাকায় দলে রাখা জাড্ডুর হাতে। তবে চলতি আইপিএল অভিযান মোটেই ভাল যায়নি চারবারের চ্যাম্পিয়নদের। এখনও পর্যন্ত ৮ টি ম্যাচের মধ্যে ৬টি তেই হেরেছে তারা। জয় এসেছে মাত্র ২ ম্যাচে। চলতি মরসুমে ৮ ম্যাচের সবকটিতে হারা মুম্বই ইন্ডিয়ান্সের ঠিক ওপরে তথা লিগ তালিকায় ৯ নম্বরে সিএসকে।






 


আরও পড়ুন- ১৪ ইনিংস পর আইপিএলে হাফসেঞ্চুরি, কিংগ কোহলি ইজ় ব্যাক?