RCB vs RR: পুণেতে আজ রয়্যাল দ্বৈরথ, কখন-কোথায় দেখবেন ম্যাচ ?

IPL 2022: এক দলের ৭ ম্যাচে ১০ পয়েন্ট। অন্য দলের এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট। এই অবস্থায় মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RR vs RCB)।

Continues below advertisement

পুণে: এক দলের ৭ ম্যাচে ১০ পয়েন্ট। অন্য দলের এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট। এই অবস্থায় মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RR vs RCB)। যারা জিতবে, প্লে অফের দৌড়ে এগিয়ে যাবে। গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ২ পয়েন্ট।

Continues below advertisement

প্রথম আইপিএল (IPL) থেকে চলে আসছে এই ছবি। বরাবর তারকাখচিত দল গড়েছে। তার পরেও পয়েন্ট টেবিলে তলিয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট কোহলি (Virat Kohli), ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্সদের মতো মহাতারকাও সেই ছবি বদলাতে পারেননি। আইপিএলে ট্রফি শূন্যই থেকেছে আরসিবি।

হায়দরাবাদ-ধাক্কা

চলতি আইপিএলে অবশ্য ফাফ ডুপ্লেসির নেতৃত্বে শুরুটা খারাপ করেনি আরসিবি। প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে প্লে অফের দৌড়ে ভাল মতোই ছিল। কিন্তু কোহলিদের শিবিরে অভিশাপ হয়ে আছড়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। যে ম্যাচে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ। সেই ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ফেরাই আপাতত আরসিবি-র সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রমাণ করার মঞ্চ

এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি আরসিবি। যারা একটি ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে। এই ম্যাচে বিরাটদের সবচেয়ে বড় কাঁটা হয়ে হাজির হতে পারেন যুজবেন্দ্র চাহাল।

দু'দলের প্রথম সাক্ষাতে অবশ্য রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল আরসিবি। ১৭০ রান তাড়া করে জিতেছিলেন ডুপ্লেসিরা। সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া থাকবেন সঞ্জু স্যামসনরা। যে ম্যাচ আবার রাজস্থানের দুই তারকার জবাব দেওয়ার মঞ্চ। দেবদত্ত পড়িক্কল ও চাহাল। দুজনই গত মরসুম পর্যন্ত আরসিবির ক্রিকেটারক ছিলেন। কিন্তু তাঁদের ছেড়ে দিয়েছিল আরসিবি। নিলাম থেকে দলে ফেরানোরও কোনও আগ্রহ দেখানো হয়নি। দুই তারকাই প্রমাণ করতে চাইবেন যে, সেই সিদ্ধান্ত ভুল ছিল আরসিবির।

বাদ পড়বেন অনুজ?

অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে গত মরসুমে আইপিএল খেলা ক্রিকেটারক অনুজ রাওয়ার এবার আরসিবি শিবিরে। কিন্তু তিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। মঙ্গলবারের ম্য়াচে বাদও পড়তে পারেন।

ছন্দে নেই বিরাট কোহলিও। পরপর দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর তিনি ব্রায়ান লারার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। কিংবদন্তির টিপস মেনে কোহলি ফর্মে ফিরতে পারেন কি না, দেখার অপেক্ষায় কোটি কোটি ভক্তরা।

আজ আইপিএলে 

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

কোথায় খেলা

মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়াম, পুণে

কখন শুরু

খেলা শুরু সন্ধে ৭.৩০

কোথায় দেখা যাবে

ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে

৬৮ অল আউটের দুঃস্বপ্ন ভুলতে মরিয়া কোহলিরা, কতটা ভোগাবে চাহাল-কাঁটা?

Continues below advertisement
Sponsored Links by Taboola