মুম্বই: ১১ রানে চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে উঠে এল ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংস। নজির গড়া ইনিংস খেললেন শিখর ধবন। অন্যদিকে ম্যাচ জিতিয়ে বড় শাস্তি কে এল রাহুলের। দেখে নিন আজকের আইপিএলের গুরুত্বপূর্ণ খবরগুলো এক ঝলকে -


চেন্নাই বধ পাঞ্জাবের


আগের ম্যাচেই শেষ ওভারে ১৭ রান হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন। কিন্তু এদিন লক্ষ্যটা ছিল আরও ১০ রান বেশি। শেষ ৬ বলে দরকার ছিল ২৭ রানের। চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না আর মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ঋষি ধবনের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আরও একবার গ্যালারি মাতিয়ে দিয়েছিলেন। কিন্তু পারলেন না শেষটা মধুর করতে। চাপ সামলে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্য়ে ম্য়াচের গতি প্রকৃতি বদলে দিলেন ঋষি ধবন (Rishi Dhawan)। ২০১৬ সালের পর প্রথমবার আইপিএল খেলতে নেমেছিলেন। শেষ ওভারে দলকে জেতানোর দায়িত্ব ছিল বল হাতে। সেই কাজটাই নিপুনভাবে করলেন এই ডানহাতি পেসার। ১১ রানে চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে উঠে এল ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংস।


মাইলস্টােন স্পর্শ ধবনের


চেন্নাইয়ের বিরুদ্ধে ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্য়ে ৫৯ বলে ৮৮ রানের ইনিংস খেললেন শিখর ধবন। একইসঙ্গে আইপিএলে ৬ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন। শুধু তাইই নয়, টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও মোট ৯ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন।


শাস্তির মুখে কে এল রাহুল


এই নিয়ে এবারের আইপিএলে তৃতীয়বার শাস্তির মুখে পড়লেন লোকেশ রাহুল। তার মধ্যে দুবারই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে স্লো ওভার রেটের কারণে। গত ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে ব্রেবোর্ন স্টেডিয়ামে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছিল রাহুলকে। এরপর ২০ এপ্রিল আরসিবি ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাহুলের ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা যায়। সেই ম্যাচে লখনউয়ের মার্কাস স্টোইনিসকে সতর্ক করা হয়। আউট হওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় স্টোইনিস আপত্তিকর শব্দ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ। এরপর গতকাল ফের মুম্বই ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে পড়ে লখনউ। দ্বিতীয়বার একই অপরাধের জেরে অধিনায়ক রাহুলের ২৪ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। 


রোহিতের বার্তা


ট্যুইটারে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক লিখেছেন, ''আমরা এই টুর্নামেন্টে আমাদের সেরাটা দিতে পারিনি। কিন্তু এমনটা সব দলের সঙ্গেই হয়। অনেক বড় বড় দল আছে, যারা এই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা আমাদের দলটাকে ভালবাসি, এই পরিবেশটা ভালবাসি। প্রত্যেক শুভাকাঙ্খীদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, তাঁরা আমাদের পাশে সবসময় রয়েছেন ও আমাদের প্রতি আনুগত্য দেখিয়েছেন।''