মুম্বই: লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) ১৮ রানে হারিয়ে চলতি আইপিএল-এ (IPL 2022) নিজেদের সপ্তম ম্যাচে পঞ্চম জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আজকের এই জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল আরসিবি। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন থেকে চার নম্বরে নেমে গেল লখনউ। 


আরসিবি-র জয়ের নায়ক ফাফ দু প্লেসি


আজ আরসিবি-র জয়ের নায়ক অধিনায়ক ফাফ দু প্লেসি (Faf Du Plesis)। তিনি কার্যত একা শুরু থেকে শেষপর্যন্ত লড়াই করেন। ৬৪ বলে ৯৬ রানের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। আরসিবি অধিনায়ক আউট হন ইনিংসের ১১৯ তম বলে। তাঁর এই অসাধারণ ইনিংসের সুবাদে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করে আরসিবি। জবাবে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রানেই থেমে যায় লখনউ। সর্বোচ্চ ৪২ রান করেন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya)। অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) করেন ৩০ রান। মার্কাস স্টোইনিস করেন ২৪ রান। আরসিবি-র হয়ে ২৫ রান দিয়ে ৪ উইকেট জশ হ্যাজেলউড। ৪৭ রান দিয়ে জোড়া উইকেট নেন হর্ষল পটেল। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।


ফাফ দু প্লেসির ৯৬ রান


আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল। আরসিবি-র হয়ে দু প্লেসির সঙ্গে ওপেন করতে নামেন অনুজ রাওয়াত। ম্যাচের পঞ্চম বলেই উইকেট হারায় আরসিবি। মাত্র ৪ রান করে দুষ্মন্ত্য চামিরার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাওয়াত। দলের ৭ রানে প্রথম উইকেট হারায় আরসবি। পরের বলেই ফের ধাক্কা। প্রথম বলেই দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট কোহলি। প্রথম ওভারেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। এরপর দু প্লেসির সঙ্গে লড়াই শুরু করেন ম্যাক্সওয়েল। তিনি দলের রান ৪৪ পর্যন্ত নিয়ে যাওয়ার পর আউট হয়ে যান। ১১ বলে ২৩ রান করেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। তিনি তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন। ছন্দে ছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু ক্রুণাল পাণ্ড্যর বলে অসাধারণ ক্যাচ নিয়ে ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন জেসন হোল্ডার। সূযশ প্রভুদেশাই (১০) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তিনি ৯ বলে ১০ রান করেন। এরপর ক্রিজে আসেন বাংলার শাহবাজ আহমেদ। তিনি ২২ বলে ২৬ রান করেন। রান আউট হয়ে যান শাহবাজ। দীনেশ কার্তিক ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। তিনি একটি ছক্কা মারেন।


রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ। সর্বোচ্চ ৪২ রান করেন ক্রুণাল পাণ্ড্য। রাহুল করেন ৩০ রান। মার্কাস স্টোইনিস করেন ২৪ রান। আরসিবি-র হয়ে দুর্দান্ত বোলিং করেন হ্যাজেলউড। হর্ষল পটেলও ভাল বোলিং করেন।