মুম্বই: ভারতীয় ক্রিকেট মহলে তো বটেই, আইপিএল-এর (Indian Premier League) সুবাদে আন্তর্জাতিক স্তরেও এখন পরিচিত নাম সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে তিনি এতটা পরিচিত হয়ে ওঠার আগেই ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে টক্করে জড়িয়ে পড়েছিলেন। সূর্যকুমারকে স্লেজিং করে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করেন বিরাট। কিন্তু তাঁর এই কৌশল কাজে লাগেনি। অসাধারণ ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ম্যাচ জেতান সূর্যকুমার।


সূর্যকুমারকে স্লেজিং করেন বিরাট


বিরাটের সঙ্গে সূর্যকুমারের এই টক্কর হয়েছিল ২০২০ সালে ১৩ তম আইপিএল-এর ৪৮ তম ম্যাচে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৪ রান করে আরসিবি। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। সেই অবস্থা থেকে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান সূর্যকুমার। তিনি ৪৩ বলে ৭৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের সুবাদেই জয় পায় মুম্বই।


এই ম্যাচেই সূর্যকুমারকে স্লেজিং করেন বিরাট। সেই ঘটনা প্রসঙ্গে সূর্যকুমার বলেছেন, ‘আমার খেলাএকটি শট বিরাটের দিকে যায়। ও বল ধরে আমার দিকে আমার দিকে এগিয়ে আসে। তারপর অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমি তখন চিউইং গাম চিবোচ্ছিলাম। মুখে কিছু না বললেও, আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গিয়েছিল। বিরাট কিছু বলেনি, আমিও কিছু বলিনি। আমি মনে মনে বলছিলাম, যা খুশি হয়ে যাক, আমি কিছু বলব না। আমি জানতাম, ১০ সেকেন্ডের ব্যাপার, তারপরেই নতুন ওভার শুরু হবে। এই ঘটনা বেশিক্ষণ স্থায়ী হবে না। এভাবেই পরিস্থিতি কাটিয়ে উঠি আমি। ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের সঙ্গে আবার দেখা হয়।’


এই ঘটনা প্রসঙ্গে সূর্যকুমার আরও বলেছেন, ‘এটাই বিরাটের স্টাইল। মাঠে ওর এনার্জি লেভেল সবসময় আলাদা। সেই ম্যাচে দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণে বিরাটের স্লেজিংও অন্য মাত্রার ছিল। আমি বসের মতো নিজের ফোকাস হারাতে দিইনি। নিজেকে বলেছিলাম, যে কোনও মূল্যেই ম্যাচ জিততে হবে।’


চলতি মরসুমে ৬টি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি মুম্বই। নিজের পাশাপাশি দলের পারফরম্যান্সেরও যাতে উন্নতি হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সূর্যকুমার।