মুম্বই: আজ আইপিএল-এ (IPL 2022) দিনের প্রথম ম্যাচে সহজেই পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকল রাজস্থান। হেরে প্লে-অফে যোগ্যতা অর্জন করার দৌড়ে পিছিয়ে পড়ল পাঞ্জাব। এখন ১১ ম্যাচে ময়ঙ্ক আগরওয়ালদের পয়েন্ট ১০। তাঁরা এখন পয়েন্ট তালিকায় সাত নম্বরে।


বিফলে বেয়ারস্টোর অর্ধশতরান


এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক ময়ঙ্ক। তাঁর এই সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, সেটা দেখিয়ে দেন ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাঞ্জাব। ৪০ বলে ৫৬ রান করেন ওপেনার জনি বেয়ারস্টো। অপর ওপেনার শিখর ধবন করেন ১২ রান। তিন নম্বরে নেমে ২৭ রান করেন ভানুকা রাজাপক্ষে। চার নম্বরে নেমে ১৫ রান করেন ময়ঙ্ক। পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মা। তিনি ১৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২২ রান করেন। ঋষি ধবন ৫ রান করে অপরাজিত থাকেন। 


রাজস্থানের হয়ে এই ম্যাচেও ভাল বোলিং করেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহল। তিনি ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ ও রবিচন্দ্রন অশ্বিন। 


বড় রান যশস্বী জয়সোয়ালের


বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও জশ বাটলার। যশস্বী করেন ৪১ বলে ৬৮ রান। বাটলার করেন ৩০ রান। তিন নম্বরে নেমে ২৩ রান করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। চার নম্বরে নেমে ৩১ রান করেন দেবদত্ত পাড়িক্কল। ৩১ রান করে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। 


পাঞ্জাবের হয়ে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিংহ। একটি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও ঋষি ধবন।