পুণে: মাঠ বদলাল। ব্যাটিং অর্ডার পাল্টে গেল। শুধু আইপিএলে (IPL) বিরাট কোহলির (Virat Kohli) রানের খরা কাটল না। মঙ্গলবার ইনিংস ওপেন করেও ব্যর্থ কোহলি। ব্যর্থ তাঁদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরও। পুণেতে রাজস্থান রয়্যালস তাদের হারিয়ে দিল ২৯ রানে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন সঞ্জু স্যামসনরা। আর ম্যাচ হেরে ৯ ম্যাচে ১০ পয়েন্ট-সহ তালিকার প্রথম চারের বাইরে বেরিয়ে গেলেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা। আপাতত পাঁচ নম্বরে রয়েছে আরসিবি।


বড় হার


প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তুলেছিল ১৪৪/৮। জবাবে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে গেল আরসিবি। ২৯ রানে তাদের হারাল রাজস্থান। ফাফ ডুপ্লেসি (২১ বলে ২৩ রান) ছাড়া আর কেউই বলার মতো কিছু করেননি। রাজস্থান বোলারদের মধ্যে পেসার কুলদীপ সেন ২০ রানে ৪ উইকেট নেন। ৩ উইকেট আর অশ্বিনের। ২ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর।


শুরুতে ফিল্ডিং


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। ডুপ্লেসিও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।


শেষ লগ্নে পরাগ ঝড়


শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। মহম্মদ সিরাজের বলে ৭ রান করে ফেরেন দেবদত্ত পড়িক্কল। আর অশ্বিনকে তিন নম্বরে নামিয়ে ফাটকা খেলেছিল রাজস্থান। ৯ বলে ১৭ রান করে ফেরেন তিনি। ঘাতক মহম্মদ সিরাজ। দুরন্ত ছন্দে থাকা জস বাটলারকে (৮ রান) ফেরান জস হ্যাজলউড। ৬ ওভারের শেষে রাজস্থান ৪৩/৩ হয়ে যায়। শেষ লগ্নে ব্যাটে ঝড় তোলেন রিয়ান পরাগ। ৩১ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। হর্ষল পটেলের শেষ ওভারে নিলেন ১৮ রান। আরসিবি বোলারদের মধ্যে দুটি করে উইকেট সিরাজ, হ্যাজলউড ও হাসারাঙ্গার।


চলতি আইপিএলে ফাফ ডুপ্লেসির নেতৃত্বে শুরুটা খারাপ করেনি আরসিবি। প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে প্লে অফের দৌড়ে ভাল মতোই ছিল। কিন্তু কোহলিদের শিবিরে অভিশাপ হয়ে আছড়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। যে ম্যাচে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে গিয়েছিল তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ। সেই ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ফেরাই আপাতত আরসিবি-র সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ম্যাচ শুরুর আগে অবশ্য দলকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন ডুপ্লেসি। টসের পর তিনি বলেন, 'একশো রানে জিতি বা পাঁচশো রানে হারি, গুরুত্বপূর্ণ হল প্লে অফে পৌঁছতে পারছি কি না, টস জিতে বললেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি।'


আরও পড়ুন: বেঞ্জেমা বদলে দিতে পারে ম্যাচের রং, ম্যান সিটিকে সতর্ক করছেন ইশফাক