কলকাতা: সাল ২০২০। সেবারও চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) নক আউট পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি (Real Madrid vs Man City)। দুই পর্ব মিলিয়ে রিয়ালকে হারিয়েছিল ম্যান সিটি। শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল স্পেনীয় ফুটবলের অন্যতম সেরা শক্তিকে।
দু'বছর পর রিয়াল মাদ্রিদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। কারণ, আজ মধ্যরাত পার করেই ফের মুখোমুখি ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। আগেরবারের নক আউটে হারের ক্ষত ঢাকতে কি মরিয়া থাকবে রিয়াল মাদ্রিদ? ভারতের জাতীয় দলের প্রাক্তন তারকা ইশফাক আমেদের মতে, আগেরবারের হারের জ্বালা বাড়তি তাগিদ দেবে রিয়াল ফুটবলারদের। এবিপি লাইভকে ইশফাক বললেন, 'প্রতিশোধের চিন্তাভাবনা মাথায় তো থাকেই। আগেরবারের নক আউটে হারটা ভোলা সহজ নয়। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সামনে ম্যাঞ্চেস্টার সিটিকে হারানোর সুবর্ণ সুযোগ রয়েছে। জিতলে মধুর প্রতিশোধ হবে। দুটো সেরা দল একে অপরের মুখোমুখি হচ্ছে। দারুণ খেলা হবে। এটা এমন একটা ম্যাচ যেখানে আগাম পূর্বাভাস করা চলে না।'
চোট সমস্যা রয়েছে রিয়ালের। ইশফাক বলছেন, 'মার্সেলো না খেলতে পারলে সেটা রিয়াল মাদ্রিদের কাছে বড় ধাক্কা হবে বলে মনে করি না কারণ ওদের রিজার্ভ বেঞ্চে মার্সেলোর জায়গা নেওয়ার মতো দারুণ কিছু বিকল্প রয়েছে। মেন্ডি আগের ম্যাচে ভাল খেলেছিল। তবে এখানেই রিজার্ভ বেঞ্চের গুরুত্ব। রিজার্ভ বেঞ্চ যে দলের ভাল, তাদের সুবিধা তো হবেই। দুটো বড় দলের মধ্যে সেটা একটা তফাত গড়ে দিতে পারে।'
তবে ইশফাক কার্যত নিশ্চিত যে, একাই ম্যাচের রং বদলে দিতে পারেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। যিনি দুরন্ত ছন্দে রয়েছেন। চলতি টুর্নামেন্টে ১২ গোল করে ফেলেছেন। তাঁর সামনে শুধু রবার্ট লেয়নডস্কি। যাঁর ১৩ গোল রয়েছে। ইশফাক বলছেন, 'আমাকে কিছু বলতে হবে না। বেঞ্জেমার সাম্প্রতিক ফর্মই সব কিছুর জবাব দিয়ে দেবে। হ্যাটট্রিক, চেলসির বিরুদ্ধে জয়সূচক গোল, সব মিলিয়ে দারুণ ফর্মে বেঞ্জেমা। রিয়ালের যখনই দরকার হয়েছে, বেঞ্জেমা হাজির থেকেছে। ও আর লুকা মদ্রিচ রিয়ালের প্রধান শক্তি। বিরাট ফ্যাক্টর হতে পারে। রিয়াল মাদ্রিদের সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সকলেই ওর দিকে তাকিয়ে থাকবে। রবার্ট লেয়নডস্কির ১৩ গোলের নজির স্পর্শ করার পাশাপাশি ভেঙে এগিয়েও যেতে পারে।'
কখন-কোথায় দেখবেন ম্যাচ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ, সোটি টেন টু, সোনি টেন থ্রি ও সোনি টেন ফোর চ্যানেলে, আজ রাত ১২.৩০
আরও পড়ুন: দৌড়ে সকলের আগে চাহাল, কার মাথায় উঠবে পার্পল ক্যাপ?