মুম্বই: দিল্লি ম্যাচের আগে নেটেই রাসেল-ঝড়। ছক্কা হাঁকিয়ে ভেঙেই ফেললেন চেয়ার। আজ দিল্লির বিরুদ্ধে কি ওয়াংখেড়েতে স্বমূর্তিতে দেখা যাবে তাঁকে? আশায় বুক বাঁধছেন কলকাতার ক্রিকেট ভক্তরা।


কলকাতার সুপারম্যান। তিনি আন্দ্রে রাসেল। এবার অনুশীলনেও দেখা পাওয়া গেল রাসেল মাসলের। ব্যাট হাতে খুনে মেজাজ। পিটিয়ে বলের ছাল-চামড়া তুলে নেওয়া। রাসেল মানে ২২ গজে নেমেসিস।  কিন্তু, দিল্লি ম্যাচের আগে তো নেট সেশনেই খুনে মেজাজ! এমন ছক্কা হাঁকালেন যে মাঠের ধারে রাখা চেয়ার ফুটো করে বেরিয়ে গেল বল! 


ফুঁসছেন রাসেল। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ফের দিল্লির বিরুদ্ধে নামার আগে তাই পাওয়ার হিটিংয়ে শান। ২২ গজে চাই বদলা। গত ম্যাচে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি কলকাতার বোলারদের নিয়ে যে ছেলেখেলা করেছিলেন, বৃহস্পতিবার তারই পাল্টা দিতে চান দ্রে রাস। আর, তিনি সংহারমূর্তি ধরলে যে কী হয়, সে তো সবার জানা। পঞ্জাব ম্যাচে তাঁর ৩১ বলে ৭০-রানের অবিশ্বাস্য ইনিংসের কথা সবার মনে আছে। গুজরাত ম্যাচে শেষ পর্যন্ত ক্রিজে থাকলে হয়তো জিত হত কেকেআরেরই। 
শুধু ব্যাট নয়, বল হাতেও প্রতিপক্ষের ঘুম কাড়তে তৈরি দ্রে রাস। দিল্লির বিরুদ্ধে নামার আগে একবার দেখে নেওয়া যাক এই মরসুমে রাসেলের পারফরমেন্স। 


২০২২ আইপিএলে ৮ টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২২৭ রান। সর্বোচ্চ রান ৭০। নিয়েছেন ১০ টি উইকেট। পরপর হারের পর খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলটাকে টেনে তুলতে পারেন তিনিই, মোক্ষম জানেন ক্যারিবিয়ান মসিহা। এখন তাই ব্রহ্মাস্ত্রে শান!


প্র্যাক্টিসে মার্শ-সিফার্ট


তবে এবার স্বস্তি ফিরল। আইপিএলে। দিল্লি ক্যাপিটালস শিবিরেও (DC)। করোনাকে হারিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন দলের দুই বিদেশি তারকা। মিচেল মার্শ ও টিম সিফার্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল দিল্লি ক্যাপিটালস শিবির।


ওয়ার্নকে শ্রদ্ধার্ঘ