মুম্বই: শুরুটা যেমন হয়েছিল, তা দেখে অনেকেই হয়ত ভাবছিলেন যে এই ম্যাচে পাঞ্জাব কিংস হয়ত দেড়শো রানও তুলতে পারবে না। কিন্তু একটু অন্যরকম ভেবেছিলেন হয়ত শিখর ধবন নিজে। নিজের আইপিএল কেরিয়ারের দুশোতম ম্যাচ খেলতে নেমেছিলেন। আর সেই ম্যাচকে ব্যাট হাতে স্মরণীয় করে রাখলেন। নজিরও গড়লেন, দলকে বিশাল স্কোর বোর্ডে তুলতে সাহায্যও করলেন। ধবনকে যোগ্য সঙ্গ দিলেন ভানুকা রাজাপক্ষেও। শেষ দিকে এসে ঝড় তুললেন লিয়াম লিভিংস্টেন। তিন জনের সম্মিলিত প্রয়াসে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৭ তুলে নিল পাঞ্জাব কিংস।


টস জিতে বোলিং চেন্নাইয়ের


এবারের আইপিএলে বেশিরভাগ ম্য়াচেই যে টস জিতছে আগে, সেই বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। সেই মতোই এই ম্যাচেও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাডেজা। শুরুটা দারুণ করেছিলেন সিএসকের বোলাররা। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ৩৭ রানই তুলতে পেরেছিল পাঞ্জাব। কিন্তু এরপরই ভানুকা রাজাপক্ষেকে নিয়ে ব্যাটিংয়ের গিয়ার বদলে নেন ধবন।


মাইলস্টোন স্পর্শ ধবনের


স্পেশাল ম্যাচটিই হয় বেছে নিয়েছিলেন দুরন্ত ইনিংস উপহার দেওয়ার জন্য। চেন্নাইয়ের বিরুদ্ধে ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্য়ে ৫৯ বলে ৮৮ রানের ইনিংস খেললেন শিখর ধবন। একইসঙ্গে আইপিএলে ৬ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন। শুধু তাইই নয়, টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও মোট ৯ হাজার রানের মালিক হয়ে গেলেন ধবন।


ধবনের আগে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শুধু রয়েছেন এবার বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের সংগ্রহ মোট ৬,৪০০ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন ধবন। তৃতীয় স্থানে এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ৫,৭৬৪ রান। চতুর্থ স্থানে রয়েছেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর ঝুলিতে রয়েছে ৫৬৬৮ রান। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫২৮ রান। 


আরো পড়ুন: ব্যাটে রানের বন্যা, তবুও কঠিন শাস্তি পেলেন রাহুল