মুম্বই: শুরুর ব্যাটিং ধস সামলে পাল্টা লড়াই কে এল রাহুল (KL Rahul) ও দীপক হুডার (Deepak Hooda)। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লড়াই করার মতো স্কোর তুলল আইপিএলের (IPL) নতুন দল লখনউ সুপারজায়ান্টস (LSG)। নির্ধারিত ২০ ওভারে তারা তুলল ১৬৯/৭।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। উইলিয়ামসনও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।


ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল লখনউ। নতুন বলে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে আক্রমণে এনে চমক দিয়েছিলেন উইলিয়ামসন। পরপর দুই উইকেট তুলে নিয়ে সেই আস্থার মর্যাদা দেন সুন্দর। শুরুতেই ১৬/২ হয়ে গিয়েছিল লখনউ। তারপরেই ফিরে যান মণীশ পাণ্ডেও। লখনউয়ের স্কোর তখন ২৭/৩। সেখান থেকে পাল্টা লড়াই শুরু রাহুল ও হুডার। চতুর্থ উইকেটে দ্রুত ৮৭ রান যোগ করেন দুজনে। হুডা ৩৩ বলে ৫১ রান করে আউট হন। রাহুল আউট হন ৫০ বলে ৬৮ রান করে। শেষ দিকে আয়ুষ বাদোনি ১২ বলে ১৯ রান করেন। 


হায়দরাবাদের সামনে জয়ের লক্ষ্য ১৭০ রানের। হায়দরাবাদ বোলারদের মধ্যে সেরা টি নটরাজন। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট সুন্দর ও রোমারিও শেফার্ডেরও। ৩ ওভারে ৩৯ রান দিয়ে কোনও উইকেট পাননি এবারের আইপিএলের দ্রুততম বোলার উমরন মালিক।