মুম্বই: আইপিএল-এ নিজেদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে দিল ময়ঙ্ক অগ্রবালের দল। প্রথমে ব্যাট করে বোর্ডে ১৫৭ রান তুলে নিয়েছিল সানরাইজার্স। রান তাড়া করতে নেমে মাত্র ১৫.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব। ব্যাট হাতে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেললেন লিয়াম লিভিংস্টোন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি। 


লিভিংস্টোনের ব্যাটে ঝড়


শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমেছিল পাঞ্জাব কিংস। ওপেনিংয়ে শিখর ধবন ও জনি বেয়ারস্টো নেমেছিলেন। শেষ তিন ম্য়াচে দুর্দান্ত ফর্মে দেখা মিলেছে ইংল্য়ান্ড তারকার। এদিনও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেছিলেন বেয়ারস্টো। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলে অবশেষে ফারুখির বলে আউট হয়ে ফিরে যান। ধবন এদিন অ্যাঙ্কর রোল প্লে করছিলেন। ক্রিজে থিতু হয়ে ৩২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক ময়ঙ্ক এদিনও রান পেলেন না। মাত্র ১ রান করে আউট হন সুন্দরের বলে। শাহরুখ খান ১০ বলে ১৯ রানের ইনিংস খেলেন। তবে পাঞ্জাবের কাজ সহজ করে দেন লিভিংস্টোন। প্রত্যেক ম্যাচেই ঝড়ের গতিতে ব্যাটিং করছেন। এদিনও এমন ঝড় তুললেন যার জন্য অনেক বল বাকি থাকতেই দল জয় ছিনিয়ে নিল। 


সানরাইজার্স ১৫৭ রানে আটকে গিয়েছিল


কেন উইলিয়ামসন দেশে ফিরে যাওয়ায় এদিন সানরাইজার্সের অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন ভুবনেশ্বর কুমার। শেষ ম্যাচে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে নেমেছিলেন তরুণ প্রিয়ম গর্গ। কিন্তু শুরুটা ভাল হয়নি সানরাইজার্সের। মাত্র ৪ রান করে রাবাডার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান প্রিয়ম। রাহুল ত্রিপাঠীকে নিয়ে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিষেক শর্মা। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাঁহাতি অভিষেক। এদিনও তাঁর ব্যতিক্রম হল না। ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৩ রান করে আউট হন অভিষেক। তরুণ স্পিনার হরপ্রীত ব্রারের শিকার হয়ে প্য়াভিলিয়নে ফেরেন অভিষেক। রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করম এদিন বড় রান পাননি। প্রথমজন ২০ ও দ্বিতীয়জন ২১ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারে ওয়াশিংটন সুন্দর ও রোমারিও শেফার্ড মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওয়াশিংটন ২৫ রান করে এলিসের শিকার হলেও শেফার্ড অপরাজিত ছিলেন ২৬ রান করে।