কলকাতা: শনিবারের কালবৈশাখীর রেশ এখনও কাটেনি। রবিবারও সারাদিন আকাশের মুখ ছিল ভার। সপ্তাহের শুরুতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে আড়াই বছর পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএলের (IPL) ম্যাচ, আর সেই ম্যাচই কি না ভেস্তে যাওয়ার আশঙ্কা!


করোনার ধাক্কায় এমনিতেই দেড় বছর দেশের মাটিতে আইপিএল হয়নি। গতবার দেশের মাটিতে আয়োজিত হলেও জৈব সুরক্ষা বলয় ভেঙে করোনা দলগুলির অন্দরমহলে হানা দেওয়ায় মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দিতে হয়েছিল। শেষ পর্যন্ত মরুদেশে গিয়ে শেষ করা হয় অর্ধসমাপ্ত আইপিএল। এবার সেই পরিস্থিতি এড়াতে মুম্বইয়ের তিনটি মাঠ ও পুণেতে আয়োজিত হয়েছিল আইপিএল। তবে প্লে অফের তিন ম্যাচ ও ফাইনাল হচ্ছে অন্য শহরে। কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর হচ্ছে কলকাতায়। কোয়ালিফায়ার টু ও ফাইনাল আমদাবাদে।


কলকাতায় দুটি প্লে অফ ম্যাচ ২৪ ও ২৫ মে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ওই দুদিনই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। যা আয়োজক সিএবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।


শনিবার কালবৈশাখীর সময় হাওয়ার দাপটে কভার উড়ে মাঠের বেশ কিছুটা অংশ ভিজে গিয়েছিল। রবিবার কার্যত সারাদিনই মাঠ সাদা প্লাস্টিকে ঢাকা ছিল। ইডেনের কিউরেটর তথা বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি সুজন মুখোপাধ্যায় এবিপি লাইভকে বললেন, 'সকালে একবার পিচের কভার সরিয়ে রোদ খাওয়ানো হয়েছিল। বিকেলে আরেকবার হয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকায় বাকি সময় আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। মাঠ ঢেকে রাখা হচ্ছে।'


প্লে অফ খেলতে তিন দল কলকাতায় পৌঁছে গিয়েছে। শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আসা বাকি। বিরাট কোহলিরা ঢুকবেন সোমবার। তবে বাকি তিন দলের কেউই রবিবার মাঠমুখো হননি। হোটেলেই জিম ও সুইমিং পুলে কাটিয়েছেন।


ঘরের দল কলকাতা নাইট রাইডার্স প্লে অফের যোগ্য়তা পায়নি। তবে টিকিটের চাহিদা তুঙ্গে। সিএবি কর্তাদের দাবি, মাঠ হাউসফুল হবে। যার অর্থ বহুদিন পর ইডেনে উঠবে মেক্সিকান ওয়েভ। আপাতত সকলের একটাই প্রার্থনা। প্রকৃতির রুদ্ররোষে না উৎসবের তাল কাটে!


আরও পড়ুন: শহরে থেকেও মেয়ের জন্মদিনে থাকা হচ্ছে না ঋদ্ধির, হোটেলেই যাবে খাবার-কেক