মুম্বই: সালটা ২০১২। ওয়েস্ট ইন্ডিজ থেকে এক স্পিনারকে নিলাম থেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। মোহক চুলের ছাঁট, গলায় সোনার চেন। আর হাতে বিষাক্ত স্পিন। যে ঘূর্ণির কোনও হদিশ পেতেন না ব্যাটাররা।


প্রথম ট্রফির নেপথ্যে


সেবারই প্রথমবার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয় কেকেআর। আর সেই ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি, সুনীল নারাইন (Sunil Narine)। কেকেআরে যাঁর দশ বছর খেলা হয়ে গেল। ২০১২ ও ২০১৪, যে দুবার আইপিএল জিতেছে কেকেআর, দুবারই বল হাতে দাপট দেখিয়েছেন নারাইন।


মাইলফলক


সোমবার নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছেন নারাইন। আইপিএলে কেকেআরের জার্সিতে নামতে চলেছেন দেড়শোতম ম্যাচে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআর.ইনকে নারাইন বলেছেন, 'আমি যতদিন আইপিএল খেলব, কেকেআরের হয়েই খেলে যেতে চাই। কোনও বিদেশি ক্রিকেটার একটা দলে দীর্ঘদিন থেকে যাচ্ছে, এটা বড় একটা দেখা যায় না। এটা দারুণ এক কৃতিত্ব।'


নারাইন যোগ করেছেন, 'কেকেআরের হয়ে বল করার সময় যখন যে ফিল্ডিং চেয়েছি, তাই পেয়েছি । যেই কেকেআরকে নেতৃত্ব দিয়েছে, আমাকে একইভাবে ব্যবহার করেছে । সকলের সঙ্গেই আমার সুসম্পর্ক ।'


পরিশ্রমের ফল


চলতি আইপিএলে কৃপণ বোলিং করছেন। কেকেআরের শেষ দুই ম্যাচে ওভারপ্রতি মাত্র ৫ রান করে খরচ করেছেন নারাইন। তিনি বলছেন, 'গত দু-তিন বছর ধরে জীবনের সেরা পরিশ্রমটা করেছি। তারই ফল পাচ্ছি।' তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। নারাইন বলছেন, 'এর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। খুব সহজ হল সব ছেড়ে দিয়ে টিভিতে ক্রিকেট খেলা দেখা। আমি ঠিক করেছিলাম আরও পরিশ্রম করব। দু'বছর আগে হাত পিছনের দিক থেকে এনে বোলিং শুরু করি।'


আরও পড়ুন: ''হাসি মুখে সব কিছু সামলেছ শেষ নিঃশ্বাস পর্যন্ত'', আবেগঘন পোস্টে মন জিতলেন হর্ষল