হায়দরাবাদ: আর তিনদিন পরেই আইপিএলের মেগা নিলাম। তার আগে নিজেদের দলের নতুন জার্সি উন্মোচন করল সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্স হায়দরাবাদ তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে। ১৪ কোটি টাকায় দলে থেকে গিয়েছেন কেন উইলিয়ামসন। তাঁকেই অধিনায়কও ঘোষণা করা হয়েছে। আবদুল সামাদকে ধরে রেখেছে ৪ কোটি টাকার বিনিময়ে। উমরান মালিকও অরেঞ্জ আর্মিতে থেকে গিয়েছেন ৪ কোটি টাকায়। নিলামের জন্য এই দলের হাতে রয়েছে ৬৮ কোটি টাকা। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় নতুন জার্সির ছবি পোস্ট করেছে সানরাইজার্স। উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে নিলাম হতে চলেছে আসন্ন আইপিএলের।


 






আরও পড়ুন এই লিঙ্কে: সূর্যকুমারের অর্ধশতরান, প্রথমে ব্য়াট করে ২৩৭ রান বোর্ডে তুলল ভারত


এদিনই আহমেদাবাদের নতুন আইপিএলে ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা হয়ে গেল। গুজরাত টাইটান্স নাম নিয়ে আইপিএলে নামবে আহমেদাবাদ দল। দলের অধিনায়ক আগেই নির্বাচিত করা হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। এদিন নামকরণও হয়ে গেল।


আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি আইপিএল ২০২২-এর মেগা অকশনের আগেই হার্দিক পান্ড্য, রশিদ খান ও শুভমন গিলের মতো তারকা ক্রিকেটারদের নিজেদের শিবিরে সামিল করে নিয়েছে। আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি হার্দিক পান্ড্য ও রশিদ খানকে ১৫ কোটি টাকা দামে দলে নিয়েছে। অন্যদিকে, শুভমনকে দলে নিতে খরচ হয়েছে ৮ কোটি টাকা। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ড্যকে। 


এছাড়াও  দলের প্রধান কোচ ও মেন্টরের নামও  আগেই ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার আশিস নেহরা হয়েছেন দলের হেড কোচ। অন্যদিকে, বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনকে মেন্টর নিযুক্ত করা হয়েছে।