বেঙ্গালুরু: গত মরসুমেই আইপিএল শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর অধিনায়ক থাকছেন না। এরপরই আরসিবির অধিনায়ক কে হবেন, তা নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও ফ্র্যাঞ্চাইজি গ্লেন ম্যাক্সওয়েলকে রিটেন করায়, মনে হয়েছিল যে তাঁকেই হয়ত অধিনায়ক নির্বাচিত করা হবে। কিন্তু নিলাম থেকে আরসিবি দলে নিয়ে নিয়েছে ফাফ ডু প্লেসি ও দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ তারকাকে। সেক্ষেত্রে প্রাক্তন প্রোটিয়া তারকাকেও যে অধিনায়ক করা যেতেই পারে, তা নিয়ে কোনও দ্বিমত থাকার নয়। এমনকী ফাফ নিজেও তেমনই আভাস দিলেন। 


নিলামে ৭ কোটি টাকা দিয়ে ফাফ ডু প্লেসিকে দলে নিয়েছে আরিসিবি। এক সাক্ষাৎকারে আরসিবির নেতৃত্ব ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ''আমাকে দলে যখন নিয়েছে, তখন আমার মাথাতেও এই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। কারণ অভিজ্ঞতা, ব্যাটার হিসেবে ও লিডারশিপ গ্রুপেও ছিলাম। সব দিক থেকেই এমন প্লেয়ারকে দলে পাওয়া। আর এই কাজটা আমি অনেকদিন থেকেই করে আসছি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি।''


চেন্নাইয়ের লিডারশিপ গ্রুপে তিনি ছিলেন বলে জানিয়েছেন ফাফ। তিনি বলেন, ''আমি খুব সৌভাগ্যবান যে আমি চেন্নাইয়ের মতো দলে এত দুর্দান্ত লিডারশিপে খেলতে পেরেছি এতদিন। ওখানে কখনও যদি কোনও ইনপুট দেওয়ার থাকত, আমি দিতাম। ধোনি অধিনায়ক থাকলেও সবসময়ই আমি কিছু না কিছু ওকে বলতাম যদি আমার দলের জন্য ঠিক মনে হত। তা স্ট্র্যাটেজি হোক, গেমপ্ল্যান হোক বা টিম কম্বিনেশনের ক্ষেত্রেই হোক।''


এক নজরে দেখে নেওয়া যাক আরসিবির পূর্ণাঙ্গ দল -


ব্যাটার


বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ফিন অ্যালেন


উইকেট কিপার ব্যাটার


দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, লুভনিথ সিসোদিয়া


অলরাউন্ডার


গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, অনীশ্বর গৌতম, ডেভিড উইলি, হর্ষল পটেল, ওয়ানিনদু হাসারাঙ্গা, মাহিপল লোমহর, শেফরান রাদারফোর্ড, শুয়াস প্রভুদেশাই


বোলার


আকাশ দীপ, জেসন বেহেরনডর্ফ, করণ শর্মা, জশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কৌল,  চামা মিলিন্দ, মহম্মদ সিরাজ