মুম্বই: আইপিএলে আজ টানা পঞ্চম হার। দিল্লির ৪ উইকেটে জয়। নবান্নে প্লে অফ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। একনজরে দেখে নেওয়া যাক আইপিএলে আজকের সেরা খবরগুলো একঝলকে।
নাইট বধ দিল্লির
১৪৭ রান তাড়া করতে নেমেই দ্রুত ২ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। উমেশ যাদবের বলে আউট হয়ে গেলেন পার্থিব পটেল। কেকেআরের হয়ে প্রথমবার খেলতে নামা হর্ষিত রানা তুলে নিলেন মিচেল মার্শকে। ললিত যাদব ২২ রান করে আউট হন। তবে ললিত যাদব ও ডেভিড ওয়ার্নার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। শুরুতে কিছুটা ধীরে ইনিংস খেললেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ৮টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ বেলায় ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি।
বিয়ের অনুষ্ঠানে বিরুষ্কা
ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। প্রতি ম্যাচে হতাশাই সঙ্গী। এই পরিস্থিতিতে এবার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন বিরাট কোহলি। জাতীয় দলের জার্সিতে প্রথম একাদশে বিরাটের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনায় ভরে দিচ্ছেন সমালোচকরা। কিন্তু সব ভুলে এবার বিয়ের অনুষ্ঠানে বিরাট। দিন কয়েক আগেই অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বিয়ে করেছেন ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনকে। বুধবার মুম্বইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম মেইটদের জন্য গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই অনুষ্কার সঙ্গে হাজির হয়েছিলেন বিরাট।
নবান্নে মমতা-সৌরভ বৈঠক
বিকেলে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (BCCI President Sourav Ganguly) বৈঠক। আজ বিকেলে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএল প্লে অফ নিয়ে আলোচনা হতে পারে
ইডেনে আইপিএলের ম্যাচ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন বিসিসিআই সভাপতি, খবর সূত্রের। ১০০ শতাংশ দর্শক নিয়ে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ হবে ইডেনে। ২৪ ও ২৫ মে ইডেনে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ। সেই ম্যাচ আয়োজন নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ মে আইপিএল-এর লিগ পর্যায়ের খেলা শেষ হচ্ছে। তারপর হবে প্লে অফ। আইপিএল ফাইনাল হবে ২৯ মে। ইডেন প্লে অফ ম্যাচ পেলেও, ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।