মুম্বই: টানা ৮ ম্যাচে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গুজরাত টাইটান্স (GT) প্লে অফের দৌড়ে সকলের আগে। জেনে নিন আইপিএলের (IPL) আজকের সমস্ত সেরা খবর, এক ঝলকে।


মুম্বইয়ের প্রথম জয়


পাঁচবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন। এবারের আইপিএলে লজ্জার রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা আট ম্যাচ হেরেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। অবশেষে অঙ্কটা বদলাল। শনিবার রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে দিল মুম্বই। নবম ম্যাচে পৌঁছে পেল প্রথম জয়।


শনিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে হেরে গেলে ৯-০ হতো। তা আটকাতে গেলে রোহিতদের ১৫৯ রান তুলতে হতো। কারণ, ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে রোহিতদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান তুলেছিল রাজস্থান। তাদের হয়ে ব্যাটে দাপট দেখান জস বাটলার। ৫২ বলে ৬৭ রান করলেন তিনি। যার মধ্যে হৃতিক শকিনের এক ওভারে পরপর চার বলে চার ছক্কা মারেন বাটলার। শেষ পর্যন্ত সেই ওভারে হৃতিকের বলেই আউট হন বাটলার। রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন রোহিত শর্মা। কিন্তু ক্রিজে দাঁড়িয়ে যান সূর্যকুমার যাদব ও ঈশাণ কিষাণ। সূর্য ৩৯ বলে ৫১ রান করেন। তিলক বর্মা ৩০ বলে ৩৫ করেন। শেষ দিকে টিম ডেভিড ৯ বলে ২০ রান তুলে দেন। ৪ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ হয় মুম্বই ইন্ডিয়ান্সের।


নো বল বিতর্ক


একটি নো বল। আর তা নিয়েই শনিবারের আইপিএলে (IPL) ধুন্ধুমার। ক্রিজের বাইরে পা পড়েনি বোলারের। কোমরের উচ্চতার উপরেও বল হয়নি। তা সত্ত্বেও শনিবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শাহবাজ আহমেদের বলকে নো ডাকা হল। তারপরই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিলেন বিরাট কোহলি।


কী হয়েছিল ?


শনিবার গুজরাতের বিরুদ্ধে নবম ওভারে বল করতে আসেন আরসিবির শাহবাজ। চতুর্থ বলটা অফস্টাম্পের বাইরে শর্ট করেন। কাট করতে যান শুভমন গিল। তাতে অবশ্য সাফল্য পাননি। বরং তাঁর বিরুদ্ধে জোরালো কট বিহাউন্ডের আবেদন করেন। আউট দেন মাঠের আম্পায়ার বীরেন্দ্র শর্মা। সিদ্ধান্ত মানতে না পেরে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেন গিল। রিভিউয়ে দেখা যায়, ব্যাটে বল লাগেনি। তাই অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয়।


বিরাট ছন্দে


বিরাট কোহলি (Virat Kohli)-রজত পাতিদারের (Rajat Patidar) হাফসেঞ্চুরির সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্রথমে ব্যাট করে ১৭০/৬ তোলার পর মনে করা হয়েছিল যে, গুজরাত টাইটান্সকে অগ্নিপরীক্ষা দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কার্যত একপেশেভাবে ম্যাচ জিতে নিল গুজরাত। তিন বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলেন হার্দিক পাণ্ড্যরা। ৯ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে গুজরাত। প্লে অফের যোগ্যতা কার্যত পেয়েই গিয়েছে তারা।


রান তাড়া করতে নেমে ফের গুজরাতের হয়ে ছন্দে ঋদ্ধিমান সাহা। ইনিংস ওপেন করতে নেমে ২২ বলে ২৯ রান করলেন তিনি। চারটি বাউন্ডারি মেরেছেন বঙ্গ তারকা। তাঁকে যোগ্য সঙ্গত করেন শুভমন গিল। ২৮ বলে ৩১ রান করেন তিনি। দুই ওপেনার মিলে ৭.৩ ওভারে ৫১ রান যোগ করেন। শুভমনকে ফেরান শাহবাজ আমেদ। হার্দিক পাণ্ড্যর উইকেটও তুলে নেন তিনি। বাংলার স্পিনারের দাপটে এক সময় ৯৫/৪ হয়ে গিয়েছিল গুজরাত। সেখান থেকে ম্যাচের রাশ ফের নিজেদের হাতে তুলে নেন ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়া। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন মিলার। ২৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।


ফের দায়িত্বে ধোনি


মরসুমের মাঝখানে হঠাৎ ছন্দপতন। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়কত্ব ছেড়ে দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ক্যাপ্টেনের হটসিট ফের ক্যাপ্টেন কুলকেই ছেড়ে দিয়েছেন তিনি। সিএসকে-র পক্ষ থেকে সরকারি বার্তায় যা জানানো হয়েছে।


চেন্নাই সুপার কিংস তাদের সোশাল হ্যান্ডেলে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) কাছে জাড্ডুর অধিনায়কত্ব ফেরানোর খবর জানিয়েছে। যেখানে তারা লিখেছে, রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ভার মহেন্দ্র সিংহ ধোনির হাতে ফিরিয়ে দিয়েছেন। নিজের খেলায় মনোনিবেশ করতে চেয়ে ধোনিকে অধিনায়কত্ব নেওয়ার আবেদন জানিয়েছিলেন জাড্ডু। সিএসকে-র স্বার্থের কথা মাথায় রেখে যা গ্রহণ করেছেন এমএস।


চলতি আইপিএল (IPL 2022) শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তা তুলে দেওয়া হয়েছিল সবথেকে বেশি টাকায় দলে রাখা জাড্ডুর হাতে। তবে চলতি আইপিএল অভিযান মোটেই ভাল যায়নি চারবারের চ্যাম্পিয়নদের। এখনও পর্যন্ত ৮ টি ম্যাচের মধ্যে ৬টি তেই হেরেছে তারা। জয় এসেছে মাত্র ২ ম্যাচে। চলতি মরসুমে ৮ ম্যাচের সবকটিতে হারা মুম্বই ইন্ডিয়ান্সের ঠিক ওপরে তথা লিগ তালিকায় ৯ নম্বরে সিএসকে।