মুম্বই: পাঁচবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন। এবারের আইপিএলে লজ্জার রেকর্ড গড়ে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা আট ম্যাচ হেরেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। আজ, শনিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে হারলে ৯-০ হবে। তা আটকাতে গেলে রোহিতদের ১৫৯ রান তুলতে হবে। কারণ, ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে রোহিতদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান তুলল রাজস্থান। তাদের হয়ে ব্যাটে দাপট দেখালেন জস বাটলার। ৫২ বলে ৬৭ রান করলেন তিনি। যার মধ্যে হৃতিক শকিনের এক ওভারে পরপর চার বলে চার ছক্কা মারেন বাটলার। শেষ পর্যন্ত সেই ওভারে হৃতিকের বলেই আউট হন বাটলার।


শুরুতে ফিল্ডিং


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। রোহিতও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।


লড়াকু স্কোর


হৃতিকের বলে শুরুতেই ফিরে যান দেবদত্ত পড়িক্কল (১৫ রান)। সঞ্জু স্যামসন ঝোড়ো শুরু করেন। কিন্তু ৭ বলে ১৬ রান করে তিনিও ফিরে যান। শেষ দিকে আর অশ্বিন ৯ বলে ২১ রান করেন । ২০ ওভারে ১৫৮/৬ তোলে রাজস্থান। মুম্বই বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন হৃতিক ও রাইলি মেরিডিথ । একটি করে উইকেট ড্যানিয়েল স্যামস ও কুমার কার্তিকেয়র ।


আরও পড়ুন: ফের বিধ্বংসী তেওয়াটিয়া, আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে লিগ শীর্ষে গুজরাত