মুম্বই: টুর্নামেন্টের শুরুটা ভাল না হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে সানরাইার্স হায়দরাবাদ (Sunrisers Hayderabad)। ৭ ম্যাচ খেলে তার মধ্যে পাঁচ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। এমনকী পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল। আর দলের এই সাফল্যের পেছনে অন্যতম কারিগর তরুণ পেসার উমরান মালিক (Umran Malik)। নিজের গতি ও বাউন্সে বিশ্বের তাবড় তাবড় ব্য়াটারদের রীতিমতো নাকানিচোবানি খাইয়েছেন উমরান। ২২ বছরের উমরান এখনও পর্যন্ত ৭ ম্য়াচ খেলে ১০ উইকেট তুলে নিয়েছেন। গতকাল আরসিবি ম্যাচেও ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ১টি উইকেট।
উমরানের প্রশংসায় লারা
ত্রিনিদাদের রাজপুত্র প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ব্রায়ান লারা এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন। সাপোর্ট স্টাফ হিসেবে উমরান মালিককে খুব কাছ থেকে দেখছেন। উমরানের বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন লারা। এমনকী ক্যারিবিয়ান পেসার ফিডেল এডওয়ার্ডসের সঙ্গেও উমরানের তুলনা করেছেন তিনি। এক সাক্ষাৎকারে লারা বলেন, ''আমি আমার কেরিয়ারের শুরু থেকে অনেক কিংবদন্তি বোলারের সংস্পর্শে এসেছি। ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোজের মতো তারকার সঙ্গে খেলেছি। কিন্তু আমার মনে হয়েছে যে উমরান মালিককে আমি যত দেখছি ফিডেল এডওয়ার্ডের ছায়া পাচ্ছি। বলে দুর্দান্ত গতি আছে। আমি নিশ্চিত যে উমরান মালিক আগামীতে দেশের জার্সিতে খেলবে। আর তখন গতির সঙ্গে বলে আরও বৈচিত্র্য যোগ করতে পারবে উমরান।''
লারা আরও বলেন, ''উমরান ভীষণ তাড়াতাড়ি কোনও কিছু শিখতে পারে, কোনও কিছু রপ্ত করতে পারে। যদি নেটে ওকে কেউ লক্ষ্য করে, তবেই বুঝতে পারবে যে ও সবসময় কিছু না কিছু জানতে চায়। এটা সবসময় দেখতে ভাল লাগে যে ভারতীয় দলে ভবিষ্যেত এত উন্নতমানের পেস বোলার আসতে চলেছে।
আরো পড়ুন: ক্রমাগত ব্যর্থ বিরাট, কী বলছেন গাওস্কর, পিটারসেন?