কলকাতা: শহরে ফের আইপিএল বেটিং চক্রের হদিশ। মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গুজরাত টাইটান্সের খেলা ছিল। সেই ম্যাচে বেটিং হয়েছে বলে খবর মেলে। তাতে অভিযান চালিয়ে বেটিং-চক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। 


আইপিএল-এর মরসুমে শহরে ফের সক্রিয় বেটিং চক্র


শনিবার পার্ক স্ট্রিট এলাকা থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে মোটা টাকাও উদ্ধার হয়েছে বলে খবর। আইপিএল-এর মরসুমে এই ধরনের চক্ররা সক্রিয় হয়ে ওঠে শহরে। তাই এ সমস্ত ব্যাপারে সক্রিয় থাকে পুলিশও। তাই খবর পাওয়া মাত্র ওই চার জনকে গ্রেফতার করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আইিপএল বা বড় বড় ক্রিকেট ম্যাচের সময় এই ধরনের বেটিং চক্র সক্রিয় হয়ে ওঠে। এ বারেও তার অন্যথা হয়নি। তাই গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। তাতেই সাফল্য মেলে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং জুয়াচক্র প্রতিরোধী আইনে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: RCB vs SRH, IPL 2022 Live: ১২ ওভার বাকি থাকতেই আরসিবি-কে ৯ উইকেটে হারিয়ে দিল হায়দরাবাদ


শহরে বেটিং চক্রের হদিশ যদিও এই প্রথম বার মিলল না। এর আগে, ২০২০ সালেও শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে দেখা যায় লালবাজারকে। সে বার সল্টলেক, যাদবপুর, পার্ক স্ট্রিটের মতো একাধিক জায়গায় হানা দিয়ে সব মিলিয়ে  ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। 


এর আগেও শহরে বেটিং চক্রের হদিশ মিলেছে


শহরে বসে মোবাইল, ল্যাপটপ, রাউটারের সাহায্যে এই বেটিং চক্র কাজ করে। শুধু কলকাতা বা বাংলা নয়, অন্য রাজ্য এমনকি দেশের বাইরে থেকেও ক্রিকেট বেটিংয়ে টাকা লাগানো হয়। দেশের বিভিন্ন প্রান্তে এই বেটিং চক্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তাদের নিজেদের মধ্য়ে যোগাযোগ রয়েছে বলে দাবি জানায় পুলিশ।