পুণে: কে বলে চল্লিশ মানেই চালশে!


চল্লিশেও ফিটনেস আর ক্ষিপ্রতায় তাক লাগানো যায়। আর তা যে যায়, ম্যাচের পর ম্যাচ ধরে তা প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। চলতি আইপিএলে (IPL) ফের একটি রান আউট করার সময় দেখা গেল ধোনির চোখধাঁধানো ফিটনেসের ঝলক।


ধারাল রিফ্লেক্স


আরসিবি ইনিংসে ফ্যাফ ডুপ্লেসি আউট হয়ে যাওয়ার পরে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তিনি তিন বলে ৩ রান করেই আউট হয়ে যান। নবম ওভারের শেষ বলে রান আউট হন তিনি। রবীন্দ্র জাডেজার ওভারে রবীন উথাপ্পা রান আউট করেন ম্যাক্সওয়েলকে। বিরাট কোহলি যখন ওভারের শেষ বলে এক রানের জন্য দৌড়লেন, তখন উথাপ্পা বল থ্রো করেন ধোনির দিকে। বিদ্যুতের গতিতে স্টাম্প ভেঙে দেন মাহি। ম্যাক্সওয়েল এমন সময় আউট হন, যেই সময় তাঁর থেকে দল বড় ইনিংসের আশা করেছিল।


ধোনির রিফ্লেক্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা। বয়স বাড়লেও, ধোনির কিপিং করার দক্ষতা এখনও যে আগের মতোই রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত সমর্থকেরা। যেভাবে দ্রুত ম্যাক্সওয়েলকে তিনি রান আউট করলেন, তা দেখে সকলেই অবাক হয়েছেন।



ধোনিদের হার


মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) ১৩ রানে হারিয়ে ফের প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। পরপর তিন ম্যাচে হারের পর ২ পয়েন্ট লাভ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা। বুধবারের হারের পর চেন্নাই সুপার কিংস চাপে পড়ে গেল। ১০ ম্যাচের শেষে তাদের পয়েন্ট হল ৬। শেষ ৪ ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা জটিল অঙ্কের জাঁতাকলে আটকে।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১৭৩/৮ তাড়া করে ১৬০/৮ স্কোরে আটকে গেল সিএসকে। লড়াই করেছিলেন ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৩৭ বলে ৫৬ রান করেন তিনি। ধোনি ২ রানে ফেরেন। রান পাননি রবীন্দ্র জাডেজা (৩), রবিন উথাপ্পা (১)। আরসিবি বোলারদের মধ্যে হর্ষল পটেল তিন উইকেট নিয়েছেন।


আরও পড়ুন: চাপ নিয়ে মাঠে নামলে সেরাটা দেওয়া যায় না, আইপিএলে জ্বলে ওঠার পর বলছেন ঋদ্ধিমান