মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) দুঃসময় কাটছে না। ফের শূন্যতে ফিরলেন। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে প্রথম বলেই ফিরলেন। চলতি আইপিএলে (IPL) তৃতীয়বার কোনও রান না করে ফিরলেন কোহলি। হায়দরাবাদের বিরুদ্ধে দুই ম্যাচেই শূন্যতে ফিরলেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। অনেকেই কোহলির ড্রেসিংরুমে ফেরার ছবি পোস্ট করে লিখেছেন, এত যন্ত্রণাবিদ্ধ কোহলিকে কখনও দেখা যায়নি। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে লিখেছেন, দ্রুত এই পর্ব কেটে যাবে।


ভাইরাল ভিডিও


এরই মাঝে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, হায়দরাবাদের বিরুদ্ধে শূন্য করে ড্রেসিংরুমে ফেরার পর তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। স্পষ্টতই বার্তা যে, খারাপ সময়েও দল তোমার পাশেই রয়েছে।



বড় রান আরসিবির


তবে বিরাট-ব্যর্থতার দিনও হায়দরাবাদের বিরুদ্ধে বড় স্কোর তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সৌজন্যে অধিনায়কের দাপুটে ইনিংস। ফাফ ডুপ্লেসি ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন। মাত্র ৫০ বলে ৭৩ রান করলেন। প্রথমে ব্যাট করে আরসিবি তুলল ১৯২/৩।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কিছুটা ছক ভেঙেই। কারণ, চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। যদিও অন্য পথে হাঁটলেন ডুপ্লেসি।


ইনিংসের প্রথম বলেই কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। সেখান থেকে ডুপ্লেসি ও রজত পাতিদারের পার্টনারশিপে ভর করে ঘুরে দাঁড়ায় তারা। ইনিংস ওপেন করতে নেমে ৮টি চার ও জোড়া ছক্কা মারেন আরসিবি অধিনায়ক। পাতিদার ৩৮ বলে ৪৮ রান করেন। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিক। ২৪ বলে ৩৩ রান করেন ম্যাক্সওয়েল। মাত্র ৮ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন কার্তিক। ৮ বলের ইনিংসে একটি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।


আরও পড়ুন: ভবিষ্যতের যুবরাজ সিংহ? নিজেই বেছে নিলেন ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক