নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে পা রেখেই চমকে দিয়েছেন সবাইকে। যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধূলের স্বপ্নের ফর্ম চলছে। রঞ্জিতে প্রথম ম্যাচেই পরপর ২ ইনিংসে শতরান হাঁকিয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যাবে এই তরুণকে। যশের মতোই যুব বিশ্বকাপের মঞ্চ থেকে জাতীয় দলে ঢুকে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। এবার এই ২ সিনিয়রের থেকেই আরও বেশি করে ২২ গজের পাঠ নিতে চান যশ ধূল।


আইপিএলে দিল্লি ক্যাপিটালস তুলে নিয়েছে যশকে। এক সাক্ষাৎকারে তরুণ এই ব্যাটার বলেন, ''বিরাট ভাইয়ার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি আমি। ছোটবেলা থেকে তাঁকেই আইডল হিসেবে মেনে এনেছি। অনেক কিছু শেখার আছে তাঁর থেকে। তাঁর সঙ্গে কথা বলতে চাই সামনাসামনি। চাপের মুখে কীভাবে ব্যাট করে বিরাট ভাই, তা জানতে চাই। এছাড়াও নিজের ফিটনেস লেভেলকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিরাট ভাই। তার রহস্যও জানতে চাই। নিজেকেও সেভাবে তৈরি করতে চাই।''


দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পন্থের নেতৃত্বে খেলতে দেখা যাবে যশকে। জাতীয় দলে বাঁহাতি উইকেটকিপার ব্যাটার নিজেও ২০১৬ সালের যুব বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য। যদিও ভারত সেবার জিততে পারেনি টুর্নামেন্ট। কিন্তু এরপর থেকে জাতীয় দলে নিজেকে ক্রমশ অপরিহার্য করে তুলেছেন পন্থ। যশ বলছেন, ''দিল্লির হয়ে খেলতে পারাটা আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার। দিল্লি আমার হোম গ্রাউন্ড। কেরিয়ারের শুরু থেকেই এখানে খেলে এসেছি। তাই আরও ভাল লাগছে। তাছাড়া ঋষভ ভাইয়ার নেতৃত্বে খেলতে পারব। ওঁ খুব ভাল অধিনায়ক ও সবসময় মোটিভেট করে। নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই ওঁর থেকে।''


উল্লেখ্য, র়ঞ্জিতে অভিষেকেই তামিলনাড়ুর বিরুদ্ধে ২ ইনিংসে যশ করেছিলেন যথাক্রমে ১১৩ ও অপরাজিত ১১৩। এছাড়াও বিশ্বকাপেও দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও যুব বিশ্বকাপের মাঝেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মহম্মদ কাইফ, বিরাট কোহলি, পৃথ্বী শর পর চতুর্থ ভারত অধিনায়ক হিসেবে যুব বিশ্বকাপ জিতেছেন যশ।