কোচি: চেন্নাই সুপার কিংস বরাবর তাঁকে ধরেই দল গোছায়। তাঁর পরামর্শই সিএসকে-র শেষ কথা। কিন্তু ২০২৩ সালের জন্য মিনি নিলামে কি মহেন্দ্র সিংহ ধোনির মত নিয়েই দল গুছিয়েছে সিএসকে?


নিলাম শেষ হওয়ার পর সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন বলেছেন, 'ধোনি সারাদিন ফোনের ওপারে ছিল। সারাক্ষণ কথা বলেছি ওর সঙ্গে। দলগঠনে মতামত নিয়েছি। দল নিয়ে ও ভীষণ খুশি।'


চেন্নাই সুপার কিংসের পুরো দল: মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ডু, ডেভন কনওয়ে, শুভ্রাংশু সেনাপতি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিৎ সিংহ, মুকেশ চৌধুরী, মাথিসা পাথিরানা, রবীন্দ্র জাডেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, কে ভগত বর্মা, রাজবর্ধন হাঙ্গরগেকর, মহরেশ তিক্সানা, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন ও অজয় মণ্ডল।                                     


কেমন হল কেকেআর?


নিলামের আগে হাতে ছিল ৭ কোটি ৫ লক্ষ টাকা। কেকেআর (KKR) সমর্থকেরা আশঙ্কায় ছিলেন, এই স্বল্প টাকায় কি ভাল ক্রিকেটার পাবে কেকেআর?                                                                        


যদিও দিনের শেষে ঘর গুছিয়ে নিয়েছে কেকেআর। শাহরুখ খান-জুহি চাওলার দলের প্রয়োজন ছিল একজন উইকেটকিপার-ব্যাটারের। তামিলনাড়ুর প্রতিভাবান তরুণ এন জগদিশানকে ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। সবচেয়ে বড় কথা, জগদিশান ইনিংস ওপেন করতে পারেন। তাই ওপেনিংয়ে বিকল্প তৈরি হল নাইটদের।


পাশাপাশি বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েছে কেকেআর। দুজনই মিনি নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন। তখন মনে করা হয়েছিল যে, বাংলাদেশের দুই তারকা শেষ পর্যন্ত দলই পাবেন না। কিন্তু নিলামে পরে ফের একবার ওঠে শাকিব ও লিটনের নাম। দুজনকেই কেনে কেকেআর। শাকিবকে বেস প্রাইস দেড় কোটিতে কিনেছে কেকেআর। লিটনকেও ন্যূনতম দর ৫০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর।


এছাড়া বোলার বৈভব অরোরাকে দলে নিয়েছে কেকেআর। নিয়েছে অলরাউন্ডার ডেভিড উইজিকে। সুয়াশ শর্মা ও কুলবন্ত খেজরোলিয়াকে দলে নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিতরা।                       


আরও পড়ুন: আইপিএলে রেকর্ড অর্থ পেয়ে প্রয়াত বাবার জন্য চোখে জল বাংলার পেসার মুকেশের