নয়াদিল্লি: ইতিমধ্যেই আইপিএলের (IPL 2023) দামামা বেজে গিয়েছে। ধীরে ধীরে চড়ছে উত্তেজনার পারদ। ৩১ মার্চ গুজরাত জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের মাধ্যমে শুরু হতে চলেছে এ বারের আইপিএল মরসুম। ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলি একটু একটু করে আসন্ন মরসুমের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এরই মাঝে আজ, রবিবার, ১৯ মার্চ আসন্ন মরসুমের জন্য নতুন জার্সি প্রকাশ্য়ে আনল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। 


জার্সি উন্মোচন


রাজধানীর ফ্রাঞ্চাইজি নিজেদের জার্সিতে নীল ও লাল দুই ধরনের রং রয়েছে। গত মরসুমেও দিল্লির জার্সিতে এই রঙয়েরই প্রাধান্য ছিল। তবে গত মরসুম জার্সি থেকে এ মরসুমের জার্সির ডিজাইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের। দিল্লি ক্যাপিটালসের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়া মারফত সেই জার্সি সকলের সামনে আনা হয়। ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরসুম শুরু করবে ক্যাপিটালস। গুজরাতের বিরুদ্ধে ৪ এপ্রিল প্রথমবার ঘরের মাঠে নামবে ক্যাপিটালস। 


 






প্রসঙ্গত, গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের মাঠে ফিরতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। এ বারের আইপিএলে তিনি খেলতে পারবেন না। পন্থের বদলে এ মরসুমের জন্য ডেভিড ওয়ার্নারকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে যোগ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ডব্লিউপিএলের মহিলা দল থেকে প্রিটোরিয়া এবং দুবাই ক্যাপিটালস, ক্যাপিটালসের সমস্ত ফ্রাঞ্চাইজিরই ডিরেক্টর অফ ক্রিকেটেরই দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।


প্রসঙ্গত, সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও কিন্তু দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে পুরনো ফ্রাঞ্চাইজিতে ফিরে কিন্তু সৌরভ নিজেও বেশ উচ্ছ্বসিত।


সৌরভের বার্তা


তিনি বলেন, 'দিল্লি ক্যাপিটালসে ফিরতে পারায় আমি উচ্ছ্বসিত। গত কয়েক মাসে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং (দিল্লি ক্যাপিটালসের) মহিলা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। আসন্ন আইপিএল মরসুমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। গতবার আমি দায়িত্বে থাকাকালীন কিন্তু দিল্লি ক্যাপিটালস ভালই পারফর্ম করেছিল। ইতিমধ্যেই এ মরসুমের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি এবং দলগতভাবে সকলের সঙ্গে মিলিতভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। আশা করছি পরের দুই মাসটা ভালই কাটাব।'


আরও পড়ুন: ডিভিলিয়ার্স, গেলকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল আরসিবি