নয়াদিল্লি : সানরাইজার্স হায়দরাবাদের পর মুম্বই ইন্ডিয়ান্স, জোড়া ম্যাচে টানা দুই হারের মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। রিঙ্কু সিংহের (Rinku Singh) অবিশ্বাস্য ইনিংসে ভর করে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারানোর পর টানা দু'ম্যাচে হেরে এই মুহূর্তে লিগ তালিকার সাত নম্বরে নেমে গিয়েছে কেকেআর (KKR)। হারের হ্যাটট্রিক এড়িয়ে জয়ের রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা নিয়েই মাঠে নামছেন নীতীশ রানা (Nitish Rana), বেঙ্কটেশ আইয়াররা (Venkatesh Aiyer)। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যারা চলতি আইপিএলে এখনও জয়ের মুখই দেখেনি। এখনও পর্যন্ত ৫ টি ম্যাচ খেলেছে ডেভিড ওয়ার্নার, সরফরাজ খানরা, যার মধ্যে সবকটিতেই হেরেছে তারা। ঋষভ পন্থের অনুপস্থিতিতে রিকি পন্টিং-সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কোচিংয়ে থাকা দিল্লি ফ্র্যাঞ্চাইজি মরিয়া জয়ের রাস্তায় ফিরতে। 


আইপিএল (IPL) লম্বা প্রতিযোগিতা হলেও এখনও যদি জয়ের রাস্তা খুঁজে না পায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাহলে চলতি আইপিএলের প্লে-অফের অঙ্ক কষা কার্যত আর হবে না তাদের। তাই ঘরের মাঠে জয়ের রাস্তায় ফেরার জন্য মরিয়া চেষ্টাতেই নামবে তারা। প্রথম একাদশে তারা কী পরিবর্তন করবে সেদিকেই থাকবে নজর। মিডল অর্ডারে রভম্যান পাওয়ালের প্রত্যাবর্তন হবে কি না, পেস বিভাগে আনরিখ নর্জে না রাউলি রুসো কার ওপর আস্থার রাখবে দিল্লি দল, সেটাই দেখার। এদিকে, কলকাতা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বাংলার হয়ে রনজি খেলা দুই ক্রিকেটার মুকেশ কুমার ও অভিষেক পোড়েল, কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেদিকেও। 


পাশাপাশি জোড়া হারের পর কেকেআর শিবিরেও বদল আসতে হতে পারে বলেই সম্ভাবনা প্রবল। ব্রিটিশ ব্যাটার জেসন রয়ের কেকেআর জার্সিতে অভিষেক হতে পারে দিল্লির বিরুদ্ধে। সেক্ষেত্রে চার বিদেশির কম্বিনেশন বজায় রাখতে কলকাতা টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশের বাইরে রাখতে পারে রাহমানুল্লা গুরবাজকে। কিপার-ব্যাটসম্যান গুরবাজ দলের বাইরে গেলে সেক্ষেত্রে উইকেটের পিছনে দেখা যেতে পারে অন জগদীশনকে। 


বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭ টা থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। স্টার স্পোর্টস চ্যানেলে ও জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে খেলা।






আরও পড়ুন- ব্যাটিং ব্যর্থতায় আতঙ্ক দিল্লি শিবিরে, ট্রায়ালে ডাকা হল অভিমন্যু-প্রিয়মকে