কলকাতা : কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে আইপিএলের পয়েন্ট ক্রমতালিকায় নয় থেকে সাত নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ২৩ রানের বড় ব্যবধানে জেতার সুবাদে আইপিএলে তাদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল হায়দরাবাদ। আইপিএলের (IPL) অভিযান শুরুর প্রথম দুটো ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জিতে ৪ ম্যাচের শেষে ৪ পয়েন্টে পৌঁছে গেল হায়দরাবাদ শিবির।
অপরদিকে, পয়েন্ট টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন না হলেও বড় রানের ব্যবধানে হারের জেরে রান রেটে বড় ধাক্কা খেল নাইট শিবির। তারাও ৪ ম্যাচের শেষে ৪ পয়েন্টে দাঁড়িয়ে। যদিও + ১.৩৭৫ থেকে + ০.৭১১ তে নেমে দাঁড়াল কেকেআরের রান রেট। অপরদিকে, হায়দরাবাদের রান রেট - ০.৮২২-এ।
+ ১.৫৮৮ রান রেট ও ৬ পয়েন্টের সুবাদে এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৬ পয়েন্টের পাশাপাশি + ১.০৪৮ রান রেট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকার দু'নম্বরে রয়েছে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপারজায়ান্টস (Lucknow SuperGiants)। ৬ পয়েন্ট গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সেরও। গুজরাতের রান রেট + ০.৩৪১। পয়েন্ট তালিকায় তিন নম্বরে।
এদিকে, শনিবারের মেগা ডাবল ডুয়েলের পর পয়েন্ট টেবিলের কী অবস্থা দাঁড়ায় সেটাই দেখার। আইপিএলের ২০ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স মুখোমুখি। আর লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস লড়াই করবে ২১ তম ম্যাচে।
একঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল -
(কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ (১৯) পর্যন্ত।)
স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
১ | রাজস্থান রয়্যালস | ৪ | ৩ | ১ | ৬ | + ১.৫৮৮ |
২ | লখনউ সুপারজায়ান্টস | ৪ | ৩ | ১ | ৬ | + ১.০৪৮ |
৩ | গুজরাত টাইটান্স | ৪ | ৩ | ১ | ৬ | + ০.৩৪১ |
৪ | কলকাতা নাইট রাইডার্স | ৩ | ২ | ১ | ৪ | + ০.৭১১ |
৫ | চেন্নাই সুপার কিংস | ৪ | ২ | ২ | ৪ | + ০.২২৫ |
৬ | পাঞ্জাব কিংস | ৪ | ২ | ২ | ৪ | - ০.২২৬ |
৭ | সানরাইজার্স হায়দরাবাদ | ৩ | ১ | ২ | ২ | - ০.৮২২ |
৮ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৩ | ১ | ২ | ২ | - ০.৮০০ |
৯ | মুম্বই ইন্ডিয়ান্স | ৩ | ১ | ২ | ২ | - ০.৮৭৯ |
১০ | দিল্লি ক্যাপিটালস | ৪ | ০ | ৪ | ০ | - ১.৫৭৬ |
আরও পড়ুন- ইডেনেও উঠল রিঙ্কু ঝড়, কেকেআরের হারেও ঝলমলে অর্ধশতরান