নয়াদিল্লি : চলতি আইপিএলে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। চারটি ম্যাচে খেলতে নেমে প্রত্যেকটিতেই হারতে হয়েছে তাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে পঞ্চম খেলায় নামার আগে সতীর্থদের তাই উৎসাহ দিতে হাজির হলেন ঋষভ পন্থ (Rishav Pant)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির অনুশীলনের মাঝে হাজির হয়েছিলে ঋষভ। গত ডিসেম্বরে কার্যত প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তাঁকে। হয় অস্ত্রোপচারও। যে ধাক্কার জেরে এবারের আইপিএলে খেলতে পারছেন না ভারতীয় এই কিপার-ব্যাটার। অবশ্য মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে প্রবলভাবে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লিতে তাদের প্রথম হোম ম্যাচে মাঠেও হাজির হয়েছিলেন তিনি।
আইপিএলের প্রথম ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরকে। পরের ম্যাচে ঘরের মাঠে তারা হারে গুজরাত টাইটান্সের কাছে। যে ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ঋষভ। তার পরের দুটো ম্যাচে প্রথমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ও তার পরের ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে তারা। আপাতত শূন্য পয়েন্ট নিয়ে লিগ তালিকার একেবারে নিচে রয়েছে তারা। রিকি পন্টিং- সৌরভ গঙ্গোপাধ্যায় সমৃদ্ধ দিল্লি থিঙ্কট্যাঙ্কের সাহায্যে এবার বেঙ্গালুরুতে শেষপর্যন্ত তারা জয়ের রাস্তা দেখে কি না, নজর সেদিকেই। সতীর্থদের ওপর তাঁর যে আস্থা রয়েছে, সেটা বোঝাতে অবশ্য দিল্লির অনুশীলনে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ।
ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্ট শুরুর আগেই দিল্লির কোচ রিকি পন্টিং জানিয়ে দিয়েছিলেন যে পন্থ খেলুন বা না খেলুন, তিনি দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ।
আরও পড়ুন- ১২ লক্ষর ধাক্কা, পাঞ্জাবকে হারিয়েই শাস্তির মুখে গুজরাত অধিনায়ক হার্দিক