নয়াদিল্লি: স্বামী নীতীশ রানা (Nitish Rana) বর্তমানে আইপিএল (IPL 2023) খেলতে ব্যস্ত। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করছেন। এরই মাঝে কাজ করে বাড়ি ফেরার পথে হেনস্থার শিকার হতে হল তাঁর স্ত্রী সাঁচি মারওয়াকে (Sachi Marwah)। দুঃস্বপ্নের মতো ঘটনাটি নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনেন সাঁচি।


আক্রান্ত রানার স্ত্রী


সাঁচি মরওয়া কাজ সেরে নিজের গাড়িতেই বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই তাঁর সঙ্গে ঘটনাটি ঘটে। দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাঁচির গাড়িকে একটি বাইকে চেপে অনুসরণও করে। সাঁচি জানান যে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেও, কোনও মদত পাননি। তাই কার্যত বাধ্য হয়েই গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যক্ত করেন তিনি। দুই অভিযুক্ত ব্যক্তির ছবিও তুলে রাখেন তিনি। সাঁচি জানান তিনি সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে যাওয়ায় পুলিশ আধিকারিকরা তাঁকে গোটা বিষয়টি ভুলে যাওয়ারই পরামর্শ দেন।


 






এখানেই শেষ নয়, তাঁকে পরেরবার এমন হলে গাড়ি নম্বরও নোট করে রাখার পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে। প্রাথমিকভাবে কোনও পদক্ষেপ না নেওয়া হলেও, সম্প্রতি নয়াদিল্লি পুলিশ গোটা ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে বলেই খবর।  


বুমরার প্রেমের বার্তা


আইপিএল (IPL 2023) মধ্যগগনে। তবে চোটের জন্য তিনি নেই। মুম্বই ইন্ডিয়ান্স বোলিংকেও যে কারণে অনেকটাই দুর্বল দেখাচ্ছে। তবে চাপের পরিস্থিতিতে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পাশে পেয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশনকে (Sanjana Ganeshan)। শনিবার সঞ্জনার জন্মদিন। আর বিশেষ এই দিনে বিশেষভাবে শুভেচ্ছাবার্তা দিলেন ভারতীয় দলের পেসার।


বুমরা সোশ্যাল মিডিয়ায় সঞ্জনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন পাঞ্জাবি গানের এক কলি। লিখেছেন, 'সচি তনু সামা লাকে রব নে বানায়া'। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, 'ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে গড়েছেন'। সঙ্গে লিখেছেন, 'আমার খুশি থাকার কারণের জন্মদিন আজ'। বুমরাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন সঞ্জনাও।


আরও পড়ুন: যৎসামান্য কাপড়চোপড়, এক জোড়া জুতো, ভাবনারও অতীত রবি ঠাকুরের ছেলেবেলার এই গল্প