কলকাতা: নতুন অধিনায়ক, নতুন কোচের অধীনে এবার আইপিএলে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রথম ম্যাচে ভাগ্যও সঙ্গ দেয়নি তাঁদের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি তাল কাটায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ হারতে হয়েছে নীতিশ রানার দলকে। আগামী ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চলতি মরসুমে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নামবে কেকেআর। কিন্তু ইডেনে সেই ম্যাচেও কি বৃষ্টি কাঁটা হতে পারে?


কী বলছে আবহাওয়া দফতর?


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ধীরে ধীরে। যত সময় বাড়বে তত ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 


আগামী বৃহস্পতিবার ফাফ ডু প্লেসির আরসিবির বিরুদ্ধে খেলতে নামছে নাইট রাইডার্স। তিন বছর পর ঘরের মাঠে আইপিএলে ম্যাচ খেলতে নামবে কেকেআর।



ইডেনে প্রত্যাবর্তন


কেকেআরের ইডেন প্রত্যাবর্তন সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নারাইন বলেন, 'এতদিন ধরে (কেকেআরের) হয়ে খেলছি, তাই ইডেন গার্ডেন্সে খেলতে নামলে একেবারে ঘরের মাঠে খেলছি বলেই মনে হয়। ইডেনে খেলতে খুবই ভাল লাগে, কারণ এখানকার দর্শকদের বিষয়ে আমরা অবগত। তাই মাঠে নামার আগে কোনওরকম অনিশ্চয়তা থাকে না। এখানে খেলার স্মৃতিগুলি খুবই মিষ্টিমধুর, আর এখানকার লোক, গ্যালারিতে সমর্থনের কথা না বললেই নয়। দর্শকদের সামনে আবারও খেলার অনুভূতিটা দারুণ হতে চলেছে। ওঁরাই তো সবথেকে গুরুত্বপূর্ণ।'


 


গেমচেঞ্জার রাসেল

পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে সাত রানে পরাজিত হতে হয় কেকেআরকে। সেই হতাশা পিছনে ফেলে জয়ের সরণীতে ফিরতে মরিয়া হয়েই মাঠে নামবে কেকেআর। এই ম্যাচে নাইটদের হয়ে আন্দ্রে রাসেল (Andre Russell) পার্থক্য গড়ে দিতে পারেন বলেই মনে করছেন নারাইন। তিনি বলেন, 'দ্রে রাস আরসিবির বিরুদ্ধ প্রচুর রান করেছে। ও আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছে। বহু ম্যাচে এমনই হয়েছে যেখানে আমরা জয়ের হাল কার্যত ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ও একা হাতেই আমাদের সেই ম্যাচ জিতিয়ে দিয়েছে। তবে ওদের দলেও খুব ভাল ভাল কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তাই আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। মাঠে নেমে ভাল পারফর্ম করে পয়েন্ট ঘরে তোলাটাই এখন লক্ষ্য।'