কলকাতা : ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেরিয়ারের শেষ ম্যাচ কি খেলে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)? চলতি আইপিএলের শেষেই কি ব্যাট-প্যাডের সঙ্গে সম্পর্কে ছেদ টানবেন মাহি ? জল্পনার পারদ নিজেই যেন উসকে দিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক। কলকাতার ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেই যেন তাঁর বিদায়-বার্তা দিয়ে রাখলেন ধোনি।


আইপিএলের ম্যাচ থাকলে ইডেন গার্ডেন্স সাধারণত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বেগুনি রঙয়ের ছোঁয়া রঙিন হয়ে ওঠে। রবিবারের নন্দন কাননে অবশ্য দেখা গিয়েছে অন্যরকম ছবি। হলুদের সমুদ্র দেখা গিয়েছিল ইডেনে। এমনিতেই ধোনির সম্ভবত এটাই শেষ আইপিএল মরসুম, এই জল্পনা তো ছিলই, সঙ্গে দুরন্ত ছন্দে থাকা সিএসকে-র সমর্থনে অনেকে ক্রিকেটপ্রেমীই বেগুনি ছেড়ে হলুদে সাজিয়েছিলেন নিজেদের। যা নজর এড়ায়নি ধোনিরও।


সেই সূত্র ধরেই মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, 'আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে। বড় সংখ্যায় মাঠ ভরিয়েছিলেন যাঁরা, তাঁদের অনেকই পরের কেকেআর ম্যাচে হয়তো নাইটদের জার্সি গায়ে চাপিয়েই মাঠে আসবেন, আজকের দিনে আমার জন্যই হয়তো হলুদ জার্সি চাপিয়েছিলেন তারা। ওঁরা হয়তো ভেবেছেন আমাকে ফেয়ারওয়েল দেওয়ার এটাই সেরা পন্থা। ব্যক্তিগতভাবে তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কলকাতার মাঠে এভাবে এত ক্রিকেটভক্তের হলুদ জার্সিতে মাঠে আসা অভিভূত করেছে।' আর ধোনির নিজেমুখে যে 'ফেয়ারওয়েল' বার্তার পরই জোর পেয়েছে জল্পনা। তাহলে কি ইডেনে দাঁড়িয়ে কলকাতার ক্রিকেট ভক্তদের ধন্যবাদ জানানোর মাঝে ধোনি বলেই দিলেন, এটাই তাঁর শেষ আইপিএল ?


এমনিতেই আইপিএলে দারুণ শুরু করতে না পারলেও দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই শিবির। কেকেআরকে ইডেনে ৪৯ রানে দুরমুশ করে ৭ ম্যাচের শেষে ১০ পয়েন্ট নিয়ে আপাতত আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। এমনিতেই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই চারবার আইপিএল খেতাব জিতেছে সিএসকে। এবারে ফের একবার তারা খেতাব জেতে কি না নজর সেদিকেই। ক্রিকেটপ্রেমীদের জল্পনা-ভাবনায় ঘুরছে আরও একটা সমীকরণ, সিএসকে-কে ফের একবার আইপিএল খেতাব জিতিয়েই অবসরের পথে পা বাড়াতে চেয়েই কি বাড়তি মুখিয়ে মাহি ?


 






 


আরও পড়ুন- জীবনের 'অর্ধশতরান', শুভেচ্ছা-বহরে ভাসছেন ক্রিকেটঈশ্বর