আমদাবাদ: আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৩১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের টুর্নামেন্ট। প্রথম ম্যাচে গত মরসুমের চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে (Narendra Modi International Stadium) প্রথম ম্যাচটি খেলা হবে। ১ লক্ষ দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কয়েকজন নামজাদা তারকা। তাঁদের মধ্যে রয়েছেন রাশ্মিকা মন্ধানা, ক্য়াটরিনা কাইফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া। গান গাওয়ার কথা দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংহেরও।


দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফর্ম্যাটে ফিরছে। প্রতিটি দল তাঁদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। 


কবে থেকে শুরু আইপিএল?


আগামী ৩১ মার্চ শুক্রবার থেকে শুরু আইপিএল


প্রথম ম্যাচে কোন দুটো দল মুখোমুখি?


প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস


আইপিএলের উদ্বােধনী অনুষ্ঠান কোথায় হবে?


ম্যাচ শুরুর আগে আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান


কারা কারা পারফর্ম করবেন?


এখনও পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা না হলেও সূত্রের খবর, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মন্ধানা, তামান্না ভাটিয়া, টাইগার শ্রফ ও অরিজিৎ সিংহ তালিকায় রয়েছেন।


এদিকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে চণ্ডীগড় উড়ে গেল কেকেআর। গতকাল ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। সাধারণত এমন পরিস্থিতিতে দলের প্রথমসারির ক্রিকেটারদের দেখা না পাওয়ারই কথা। কিন্তু কেকেআরের জন্য গত কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তেছে। গতকালই শহরে পৌঁছেছিলেন দলের  ২ তারকা বিদেশ পেসার টিম সাউদি ও লকি ফার্গুসন। এরমধ্যে আবার লকির চোট নিয়ে ধােঁয়াশা রয়েছে। আগামীকাল মোহালির উদ্দেশে উড়ে যাওয়ার আগে তাই শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি রানা, সাউদিরা।


পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১ এপ্রিল। সেই দলে রয়েছেন তারকা প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। যদিও তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না। রয়েছেন ভারতের তরুণ পেসার অর্শদীপ সিংহ। এছাড়া অজি পেসার নাথান এলিসকে দলে নিয়েছে পাঞ্জাব। তাই পেস আক্রমণ যে পাঞ্জাবের শক্তি এবার তা বলাই বাহুল্য। নতুন কেকেআর অধিনায়কও সে কথা খুব ভালভাবেই জানেন। মঙ্গলবার স্বল্প সময়ের অনুশীলনে নাগাড়ে পেস আক্রমণের সামনে ব্য়াটিং প্র্যাক্টিস করে গেলেন নীতিশ রানা। দলের ব্য়াটিং অর্ডারের একমাত্র রানা ছাড়া কেউ এদিন না এলেও, বোলিং বিভাগের ২ প্রধান মুখ উমেশ ও সাউদি এসেছিলেন। ২ জনেই নেটে বোলিং করলেন স্বমহিমায়। বেশ কিছুক্ষণ ব্যাটিংও করলেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও দেখা গেল বেশ কিছুক্ষণ এই ২ জনের সঙ্গে আলাদা করে কথা বলতে। প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্বও যে নিতে হতে পারে, সে কথাই কি জানালেন পণ্ডিত এই ২ অভিজ্ঞ ক্রিকেটারকে?