লখনউ: শুরু হয়ে গিয়েছে আইপিএলের ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই আয়োজিত হচ্ছে দুইটি ম্য়াচ। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস। আর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থহীন দিল্লি ক্যাপিটালস আইপিএলে কেমন পারফর্ম করে, সেইদিকে সকলেরই নজর থাকবে। বাংলার ক্রিকেটপ্রেমীরাও নজর রাখবেন দিল্লির ফ্র্যাঞ্চাইজির দিকে। কারণ অবশ্যই দলের 'বং কানেকশন'।
এ মরসুমেই দিল্লির সঙ্গে যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। দিল্লি দলে বাংলা রঞ্জি দলের তারকা ফাস্ট বোলার মুকেশ কুমারও রয়েছেন। সেই কারণেই বঙ্গ ক্রিকেট অনুরাগীরা দিল্লি ক্যাপিটালসের দিকে নজর রাখবেন। গত মরসুমে অল্পের জন্য প্লে-অফে নিজেদের জায়গা পাকা তরে অপরদিকে, লখনউ সুপার জায়ান্টস নিজেদের অভিষেক মরসুমেই টুর্নামেন্টের প্লে-অফে নিজের জায়গা পাকা করেছিলে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজিত হয়ে তাঁদের খেতাব জয়ের আশা অধরা থেকে যায়। এলিমিনেটরেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। এবার সেইসব হতাশা পিছনে ফেলে নিঃসন্দেহে আবারও খেতাব জয়ের জন্য ঝাঁপাবে লখনউ।
কোথায়, কখন, কীভাবে দেখবেন লখনউ সুপার জায়ান্টস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
কবে খেলা
আজ ১ এপ্রিল, শনিবার লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসেএকে অপরের মুখোমুখি হবে।
কোথায় খেলা
আইপিএলের এ মরসুমের তৃতীয় ম্যাচটি হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।
কখন শুরু ম্যাচ
এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। ৩০ মিনিট আগে, অর্থাৎ ৭টাতে টস হবে।
কোথায় দেখবেন?
টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের এই ম্যাচটি।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি।
উইলিয়ামসনের টুর্নামেন্ট শেষ?
আইপিএলের (IPL) অভিযান শুরুর দিনই ধাক্কা খেল গুজরাত টাইটান্স। ফিল্ডিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পান কেন উইলিয়ামসন (Kane Williamson Injury)। ১৩ ওভার শেষে এই চোটের কারণেই মাঠ ছাড়তে বাধ্য হন কিউয়ি তারকা। খবর অনুযায়ী, এই চোটের কারণেই আইপিএল আর খেলতেই পারবেন না কেন।
ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিজিওদের প্রাথমিক সুশ্রুষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে। ব্যাট করতেও নামেননি কেন, তাঁর বদলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে সাই সুদর্শন দলে আসেন।
আরও পড়ুন: জাতীয় দলে ব্রাত্য, অভিমানে বাংলা ছেড়েছেন, ঋদ্ধিমানের জবাব দেওয়ার মঞ্চ আইপিএল