লখনউ : স্বপ্নের ছন্দ অব্যাহত ফাফ ডু প্লেসির (Faf Du Plessis)। ফের একবার কমলা টুপির দখল নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক। একনা স্টেডিয়ামে অত্যন্ত লো স্কোরিং ম্যাচে লড়াকু ইনিংসের সুবাদে অরেঞ্জ ক্যাপ (IPL Orange Cap) ফের প্রোটিয়া ব্যাটারের সঙ্গে। লখনউের বিরুদ্ধে ৪০ বলে ১ টি চার ও ১ টি ছয়ের সুবাদে ৪৪ রানের ইনিংস খেলেন ফাফ। যার সুবাদে ৯ ম্যাচের শেষে ৪৬৬ রান ফাফের। লখনউকে ১৮ রানে আরসিবির হারানো নেপথ্যে ফাফের যে ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি।
লখনউয়ের বিরুদ্ধে অল্পের জন্য হাফসেঞ্চুরি ফসকালেও এবারের আইপিএলে (IPL 2023) ৫ টি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন ফাফ ডু প্লেসি। ৫৮.২৫ গড়ে ও ১৫৯.৫৯ স্ট্রাইক রেটের সুবাদে ৯ ম্যাচে আপাতত ৪৬৬ রান ফাফের। এবারের আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৪৫০-রানের গণ্ডিও টপকে গিয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। লখনউয়ের বিরুদ্ধে ফাফের সঙ্গে অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ ও লড়াকু ৩১ রানের ইনিংসের সুবাদে কমলা টুপি দখলের লড়াইয়ে একধাপ উপরে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই মুহূর্তে ৯ ম্যাচে ৩৬৪ রানের সুবাদে তালিকার চার নম্বরে রয়েছেন আরসিবি-র ব্যাটার।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত শতরানের সুবাদে আপাতত অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই ব্যাটারের ঝুলিতে ৯ ম্যাচের শেষে ৪১৪ রান। তিন নম্বরে রয়েছে ডেভন কনওয়ে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ৯ ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন। ৫৯.১৪ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান। পাঁচ নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ৯ ম্যাচে ৩৫৪ রান করেছেন সিএসকে তারকা। সর্বোচ্চ ৯২। ২টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৪৫.৬৭।
আরও পড়ুন- ফুচকা বিক্রি করে দিন গুজরান থেকে আইপিএলে রাজকীয় ব্যাটিং, যশস্বীতে মজে নেটপাড়া
কমলা টুপি দখলের তালিকায় শুভমন গিল (৩৩৩ রান), ডেভিড ওয়ার্নার (৩০৬ রান), কাইল মায়ার্স (২৯৭ রান), বেঙ্কটেশ আইয়ার (২৯৬ রান) ও জস বাটলার (২৮৯) রয়েছেন যথাক্রমে ষষ্ট থেকে দশম স্থানে।
আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?