নয়াদিল্লি : রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে আইপিএলের (IPL) খেতাবি লড়াই জমিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। কাইল মায়ার্স, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, জস বাটলাররা ব্যাট হাতে পেয়েছেন রান। যদিও সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকার শীর্ষে কোনও পরিবর্তন হয়নি। অরেঞ্জ ক্যাপ অধিকারীর তালিকাতে আপাতত কোনও পরিবর্তন হয়নি। যা রয়েছে ফাফ ডু প্লেসিস দখলেই। 


এখনও যে তালিকার শীর্ষেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf Du Plessis )। ৫ ম্যাচের পর তার ঝুলিতে ২৫৯ রান। ৬৪.৭৫ গড়ে ব্য়াটিং করেছেন প্রোটিয়া তারকা ব্যাটার। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৭৯ রান। যে তালিকায় অবশ্য দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জস বাটলার (Jos Butler)। লখনউয়ের বিরুদ্ধে ৪০ রানের ইনিংসের সুবাদে আপাতত ৬ ইনিংসে ব্রিটিশ ব্যাটারের সংগ্রহে ২৪৪ রান।  


 কেকেআরের বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Aiyer) ৫ ম্যাচে ২৩৪ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। যা এখনও পর্যন্ত ব্য়াটারদের মধ্যে এবারের আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধবন ৪ ম্যাচে ২৩৩ রান করে চতুর্থ স্থানে রয়েছেন। তালিকায় পরের দুটো নাম ডেভিড ওয়ার্নার (David Warner) ও শুভমন গিল (Subhman Gill)। দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। কিন্তু তাঁদের অধিনায়ক ওয়ার্নার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে রয়েছেন ছয় নম্বরে। অজি তারকার ঝুলিতে ৫ ম্যাচে ২২৮ রান রয়েছে। গুজরাত টাইটান্সের হয়ে খেলা শুভমনও ৫ ম্য়াচে ২২৮ রান করে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। শুধুমাত্র স্ট্রাইক রেটে এগিয়ে থাকার জেরে সমসংখ্যক ম্যাচ একই রান হলেও একধাপ এগিয়ে রয়েছে শুভমন। 


অরেঞ্জ ক্যাপের তথা প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ব্যাটারদের মধ্যে রানের ব্যবধান অবশ্য খুব বেশি নেই। ২২০ রান করে বিরাট কোহলি সাত নম্বরে, ২১৯ রান নিয়ে কাইল মায়ার্স আট নম্বরে, ২১৪ রানের সুবাদে তিলক বর্মা নয় নম্বরে ও ২০০ রান করে রুতুরাজ গায়কোয়াড় রয়েছেন দশ নম্বরে। এগারো নম্বরে রয়েছেন কেএল রাহুল। লখনউ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের ঝুলিতে ১৯৪ রান। 


আরও পড়ুন- শীর্ষে রাজস্থান, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লখনউ, পয়েন্ট টেবিলের প্রথম চারে কারা?