কলকাতা: লড়াইটা ছিল আইপিএল (IPL) পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের। সকলে দেখার অপেক্ষায় ছিলেন যে, শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস ২ পয়েন্ট পেয়ে প্লে অফের দিকে এক কদম এগিয়ে যায়, নাকি তাদের কক্ষচ্যুত করে লখনউ সুপার জায়ান্টস।


রাজস্থান রয়্যালসকে হারিয়েই দিল লখনউ। বুধবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ১০ রানে ম্যাচ জিতলেন কে এল রাহুলরা। তবু পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গেল রাজস্থান। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের পয়েন্ট ৮। হারলেও তাঁদের নেট রান রেট ভাল। +১.০৪৩। এই ম্যাচ জিতে রাজস্থানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লখনউ। ৬ ম্যাচ খেলে কে এল রাহুলদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে একটু পিছিয়ে লখনউ। রাহুলদের নেট রান রেট +০.৭০৯।


তালিকায় তিন নম্বরে উঠে এসেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ৫ ম্যাচ খেলে ৩টি জিতেছেন ধোনিরা। ৬ পয়েন্ট সিএসকে-র ঝুলিতে। চারে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৫ ম্যাচে ৩টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। পয়েন্টের নিরিখে চেন্নাইয়ের সঙ্গে সমান জায়গায় থাকলেও, রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.১৯২। সেই কারণে চার নম্বরে রয়েছে গুজরাত।


 






৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে পাঞ্জাব কিংস। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে প্রীতি জিন্টার দল। পয়েন্ট ৬। যা চেন্নাই ও 7গুজরাতের সমান হলেও রান রেটে সামান্য পিছিয়ে রয়েছেন শিখর ধবনরা। ছয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতে রোহিত শর্মাদের পয়েন্ট ৬। কলকাতা নাইট রাইডার্স নেমে গিয়েছে সাত নম্বরে । ৫ ম্যাচে ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে। তালিকার শেষ তিনটি দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪ পয়েন্ট), সানরাইজার্স হায়দরাবাদ (৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (০ পয়েন্ট)।                                                                                     


আরও পড়ুন: জেটের গতিতে উত্থান, ২০ বছরের তরুণই ফের স্বপ্ন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে