মোহালি : মাপা লাইন-লেংথে দুরন্ত বোলিং। পাঞ্জাবের ব্যাটসম্যানদের হাত খুলে খেলার বা থিতু হওয়ার সুযোগই দিলেন না গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বোলাররা। শেষ পর্যন্ত ম্যাথু শর্ট ও স্যাম কারেনের লড়াইয়ের সুবাদে ১৫৩ রানের লড়াকু স্কোর খাড়া করল পাঞ্জাব কিংস (Punjab Kings) শিবির। অরেঞ্জ ক্যাপ হোল্ডার তথা পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান (৮) এদিন ব্যর্থ হন। সেভাবে বড় রান করতে পারেননি কোনও ব্যাটসম্যানই। 


টসে জিতে পাঞ্জাব শিবিরকে প্রথমে ব্যাট করতে পাঠান হার্দিক পাণ্ড্য। ভাল উইকেটে প্রথম ওভারেই প্রভসিমরন গিলকে (০) সাজঘরে ফেরান মহম্মদ শামি। কিছুক্ষণের মধ্যেই জোসুয়া লিটল ফেরান ধাওয়ানকে। দুই উইকেট খুইয়ে ফেলার পর ম্যাথু শর্ট (৩২) ও ভানুকা রাজাপক্ষ (২০) ইনিংস থিতু করার কাজ শুরু করেন। শর্ট ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে ফেরান রশিদ খান। যার কিছুক্ষণের মধ্যেই ভানুকাকে আউট করেন আলঝারি জোসেফ। পাঞ্জাব শিবিরের ইনিংসের মাঝপথে জিতেশ শর্মা (২৫), স্যাম কারান (২২) ও শাহরুখ খানের (২২) লড়াই শেষপর্যন্ত ৮ উইকেটে লড়াকু ১৫৩ রানের স্কোর খাড়া করতে সাহায্য করে পাঞ্জাব কিংসকে। 


৯ বলে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে শাহরুখের ঝোড়ো ২২ রানের ইনিংস নাহলে হয়তো ঘরের মাঠে দেড়শো রানের গণ্ডি টপকাতে ব্যর্থ হত পাঞ্জাব কিংস। গুজরাতের পক্ষে মোহিত শর্মা দুটি ও বাকি সব বোলার একটি করে উইকেট নেন। সেই তালিকায় মহম্মদ শামি, রশিদ খানের সঙ্গে রয়েছেন আলঝারি জোসেফ, জোসুয়া লিটল। পাঞ্জাবের ব্যাটসম্যানরা যে হাত খুলে খেলতে ব্যর্থ হয়েছেন, তার পিছনে একদিকে রয়েছে গুজরাতের বোলারদের দুরন্ত বোলিং, সঙ্গে হার্দিকের দুরন্ত অধিনায়কত্ব। গত কলকাতা নাইট রাইডার্স ম্যাচে অসুস্থতার জেরে খেলতে পারেননি তিনি। দলে ফিরেই তিনি দারুণভাবে রোটেট করলেন তাঁর বোলারদের।                                               






 


আরও পড়ুন- চেন্নাই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল অশ্বিনের