মোহালি: চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) নাম নতুন কোচ হিসাবে ঘোষণা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার কি কোচ বদল হতে চলেছে পাঞ্জাব কিংসেও (Punjab Kings)?


সূত্রের খবর, প্রীতি জিন্টার দলও এবার অনিল কুম্বলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল পাঞ্জাব কিংস এখন নতুন প্রধান কোচ খুঁজছে বলে জোর খবর। কারণ অনিল কুম্বলের চাকরি যেতে পারে। চলতি বছরের সেপ্টেম্বরে দলের বর্তমান প্রধান কোচ অনিল কুম্বলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে জোর খবর, এই ফ্র্যাঞ্চাইজি দল তাঁর সঙ্গে নতুন করে আর চুক্তি করবে না।


সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স (KKR) ব্রেন্ডন ম্যাকালামের জায়গায় চন্দ্রকান্ত পণ্ডিতকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। ম্যাকালাম ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেন এবং এর পরে তিনি কেকেআর-এর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত একটিও আইপিএল জিততে পারেনি। শুধু তাই নয়, ২০১৪ সালের আইপিএলের পর থেকে এই দলটি প্লে-অফেও উঠতে পারেনি। আইপিএল ২০১৪-তে পাঞ্জাব কিংস (তখন কিংস ইলেভেন পাঞ্জাব) ফাইনালে পৌঁছে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছিল। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে তাদের সেরা ফল।


 




শোনা যাচ্ছে পাঞ্জাব কিংস কুম্বলের সঙ্গে নতুন করে চুক্তি করবে না। আগামী মাসে তাঁর তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের দাবি, একজন ভারতীয় কোচের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এও শোনা যাচ্ছে যে, কোচ বা মেন্টর হিসাবে অইন মর্গ্যান ও ট্রেভর বেলিসের মতো অভিজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মর্গ্যান এর আগে কেকেআর-কে নেতৃত্ব দিয়েছেন। কুম্বলের আমলে পাঞ্জাব কিংস মোট ৪২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ১৯টি ম্যাচ জিতেছে। সেই কারণেই হয়তো কোচ বদলের পথে হাঁটতে চলেছে পাঞ্জাব।


আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা