কলকাতা: বুধবার কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে জানিয়ে দেওয়া হল, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) হাতে তুলে দেওয়া হচ্ছে কোচিংয়ের দায়িত্ব। সেই চন্দ্রকান্ত পণ্ডিত, যাঁর প্রশিক্ষণে গত রঞ্জি ট্রফিতে শক্তিশালী মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মধ্যপ্রদেশ।


ঘরোয়া রঞ্জি দলকে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েও যে কোনও আইপিএল দলের হেড কোচ হওয়া যায়, দেখিয়ে দিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। অতীতে কলকাতা নাইট রাইডার্স থেকে কোচিং টিমে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সূত্রের খবর, তাঁকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যে ভূমিকায় রাজি হননি পণ্ডিত। এবার ব্রেন্ডন ম্যাকালামের ছেড়ে যাওয়া পদে বসে পড়লেন তিনি। চন্দ্রকান্তকে হেড কোচ নিযুক্ত করল কেকেআর।


ঘরোয়া ক্রিকেটে অনবদ্য সাফল্য। রঞ্জিতে তাঁর থেকে সফল কোচ খুঁজে পাওয়া মুশকিল। মুম্বই দলকে কোচ হিসেবে তিনবার রঞ্জি ট্রফি এনে দিয়েছেন। বিদর্ভকে প্রথমবার রঞ্জি খেতাব জিতিয়েছিলেন। তবে সেখানেই শেষ নয়। পরের মরসুমেও বিদর্ভকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছিলেন।


গত মরসুমে মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করানোর পরে নিজেকে শ্রেষ্ঠত্বের শিখরে তুলে নিয়ে যান চন্দ্রকান্ত। ক্যাপ্টেন হিসেবে মধ্যপ্রদেশকে রঞ্জির ফাইনালে তুলেছিলেন। তবে হেরে যেতে হয় খেতাবি লড়াইয়ে। কোচ হিসেবে সেই দলকেই রঞ্জি চ্যাম্পিয়ন করানো যে কতটা তৃপ্তির, সেটা স্বীকার করে নিয়েছিলেন তিনি।


 






কোচ হিসেবে মোট ৬ বার রঞ্জি ট্রফি জিতেছেন চন্দ্রকান্ত। মুম্বই তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তাঁর কোচিংয়ে। বিদর্ভকে দু'বার ও মধ্যপ্রদেশকে একবার রঞ্জি খেতাব এনে দিয়েছেন তিনি।


কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেছেন, 'আমরা দারুণ খুশি যে চন্দু (ঘরোয়া ক্রিকেট মহলে এই নামেই জনপ্রিয় চন্দ্রকান্ত পণ্ডিত) আমাদের পরবর্তী পর্বে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে। ওঁর প্রশিক্ষণ, অধ্যাবসায়, সংকল্প আর ঘরোয়া ক্রিকেটে সাফল্যের রেকর্ড দুর্দান্ত। সকলেই সেটা জানেন। আমরা অপেক্ষায় আছি অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ওর দুর্দান্ত একটা পার্টনারশিপ দেখার জন্য মুখিয়ে রয়েছে।' মাইসোরের কথায় ইঙ্গিত, শ্রেয়সই পরের মরসুমে কেকেআরের নেতৃত্বের দায়িত্বে থাকছেন।


আরও পড়ুন: জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান, বলছেন শাহবাজ