মুম্বই : একেবারে সেয়ানে-সেয়ানে টক্কর। লম্বা লিগের মাঝে একে অপরকে টপকে গেছেন দু'জনেই। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দুই বোলার মহম্মদ শামি ও রশিদ খানের মধ্যে জমজমাট লড়াই এবারের আইপিএলের (IPL 2023) সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার। এই মুহূর্তে আইপিএলের পার্পল ক্যাপ (IPL Purple Cap) দখলের লড়াইয়ে শীর্ষে মহম্মদ শামি (Mohammed Shami)।
১৩ ম্যাচের শেষে ভারতীয় দলের পেসারের ঝুলিতে ২৩ উইকেট। রশিদ খানেরও (Rashid Khan) একেবারে তাই। তবে এক চুলের পার্থক্যটা স্রেফ ইকোনমি রেটের। শামির ইকোনমি ৭.৫৪। আর আফগান স্পিনারের ৭.৯৬। ১৩ ম্যাচের শেষে রশিদের ঝুলিতেও ২৩ উইকেটই। চলতি আইপিএলে একমাত্র বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন রশিদ। তবে ইকোনমির জেরে এই মুহূর্তে পার্পল ক্যাপের তালিকায় দু'নম্বরে রয়েছেন তিনি। তাই সামনের একটা ম্যাচেই বদলে যেতে পারে যাবতীয় সমীকরণ।
পার্পল ক্যাপের লড়াই অবশ্য বেশ জমে উঠেছে। শামি-রশিদের মধ্যে সেরা হওয়ার দুরন্ত লড়াই চললেও পিছিয়ে নেই বাকিরাও। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্য়ালসের এই লেগস্পিনার ১৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যা চলতি আইপিএলে তাঁর নিজের সেরা স্পেল। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ১২ ম্যাচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১৯ উইকেট। চাওলা সব ম্যাচেই একাদশে খেলেন না। কখনও কখনও তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্য়বহার করছে চলতি মরসুমে। তালিকার পাঁচ নম্বরে এই মুহূর্তে বরুণ চক্রবর্তী। ১৩ ম্যাচের শেষে ১৯ উইকেট কেকেআরের স্পিনারের। সমসংখ্যক ম্যাচের শেষে একই উইকেট রয়েছে তুষার দেশপাণ্ডের ঝুলিতেও। ইকোনমির ভিত্তিতে চেন্নাই সুপার কিংসের পেসার রয়েছেন ছয় নম্বরে। তুষারের ইকোনমি ৯.৭৯। আর বরুণের ৮.০৩।
আরও পড়ুন- হারানোর কিছু নেই, চাপমুক্ত হায়দরাবাদ কি ধাক্কা দেবে কোহলিদের প্লে অফ স্বপ্নকে?
আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় মোহিত শর্মা (১৭ উইকেট) রয়েছেন সাত নম্বরে। আট ও নয় নম্বরে যথাক্রমে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ। দু'জনেরই ঝুলিতেই ১৬ টি উইকেট। আরসিবি পেসারের কাছে অবশ্য হায়দরাবাদা ম্যাচে সুযোগ রয়েছে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার। এই মুহূর্তে তালিকার দশ নম্বরে অর্শদীপ সিংহ। তাঁরও ঝুলিতে ১৬ উইকেট। তাঁদের পার্থক্য শুধু ইকোনমি রেটে।
আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?