হায়দরাবাদ: ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। কিন্তু তাঁর সিদ্ধান্ত কতটা ঠিক ছিল, প্রথম ইনিংস শেষে সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ ব্য়াটিংয়ের আমন্ত্রণ পাওয়ার পর রাজস্থানের ব্য়াটারদের দুরন্ত ব্যাটিং। প্রথম ৬ ওভারে ৮৭ রান বোর্ডে তুলে নেয় রাজস্থান। অর্ধশতরান হাঁকান রাজস্থানের তিন ব্য়াটার জস বাটলার, যশস্বী জয়সবাল ও অধিনায়ক সঞ্জু স্য়ামসন।
এদিন ব্য়াট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্য়াটিং করতে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার বাটলার ও জয়সবাল। বিশেষ করে বাটলারকে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা যায়। মাত্র ২০ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। যদিও ৫৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরে যান ইংল্য়ান্ড ব্য়াটার। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮৫ রান বোর্ডে তুলে নেয় রাজস্থান। বাটলার ফিরে যাওয়ার পর জয়সবালও অর্ধশতরান পূরণ করেন। তিনি ৩৪ বলে এই মাইলফলকে পৌঁছন।
মাত্র ২২ বলে ৫০ রান বাের্ড তুলে নিয়েছিল রাজস্থান। এই নিয়ে ৩ বার পাওয়ার প্লে-তেই অর্ধশতরান পূরণ করলেন বাটলার। ২০২১ সালে সিএসকের বিরুদ্ধে আবু ধাবিতে ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে ৮১ রান বোর্ডে তুলেছিল রাজস্থান। সেটিই ছিল এতদিন পাওয়ার প্লে-তে সর্বাধিক রান রাজস্থানের। এবার স্যামসনরা নিজেদের রেকর্ড নিজেরাই ছাপিয়ে গেলেন। প্রথম ইনিংস শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৩ রান করে পঞ্জাব।
৫৪ রান করে যশস্বী ফিরে যাওয়ার পর সঞ্জু স্যামসন দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। তিনি ৩২ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে স্য়ামসন ৪টি ছক্কা ও ৩টি বাউন্ডারি হাঁকান। লোয়ার অর্ডারে নেমে ১৬ বলে ২২ রানের ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। সানরাইজার্সের হয়ে ফজলহক ফারুখি ও টি নটরাজন দুইটি করে উইকেট নেন। অধিনায়ক ভুবি অবশ্য উইকেট পাননি।
রোহিতের আপডেট
মরসুম শুরুর পূর্বে অধিনায়কদের বৈঠকে শুক্রবার রোহিত অনুপস্থিত ছিলেন। তারপর থেকেই তাঁর রবিবারের ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বাউচার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন যে রোহিত রবিবার মাঠে নামার জন্য প্রস্তুত। তিনি বলেন, 'হ্যাঁ, রোহিত সম্পূর্ণ ফিট। বিগত দুই দিন ও অনুশীলন করেছে এবং ১০০ শতাংশ ফিট। ওইদিন (বৈঠকের দিন) ওর শরীরটা ভাল লাগছিল না এবং সেই কারণেই আমরা ওকে ঘরেই থাকার পরামর্শ দিয়েছিলাম। সকলকে এমন প্রচুর ফটোশ্যুট করতে হয়। সত্যি বলতে ও তেমন বিশ্রামই পায় না, তাই ওর এই বিশ্রাম নেওয়াটা প্রয়োজনও ছিল।'