কলকাতা: চলতি আইপিএলে (IPL 2023) প্রথম ম্যাচ হারলেও, পরপর দুই ম্যাচ জিতে এখন লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতার ঘরের দল কলকাতা নাইট রাইডার্স। আরসিবির বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করে শার্দুল ঠাকুর এবং গুজরাতের বিরুদ্ধে পাঁচ ছক্কা হাঁকিয়ে রিঙ্কু ম্যাচ সেরা হলেও, নাইটদের সাফল্যে বোলারদের অবদান কিন্তু বিন্দুমাত্রও কম নয়। বরং, বলতে গেলে এ মরসুমে নাইট বোলাররা, বিশেষত স্পিনাররা এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালই বল করেছে।
তবে নাইটদের এক নয়, তিন তিন স্পিনার দুরন্ত বল করে নিজেদের মধ্যে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তাই বর্তমানে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হিসাবে 'পার্পল ক্যাপ'-র তালিকায় শীর্ষে কোনও নাইটের জায়গা হয়নি। তবে হ্যাঁ, প্রথম পাঁচে এক নাইট তারকা রয়েছেন। তাহলে এই তালিকার শীর্ষে কে রয়েছেন? তালিকার শীর্ষে আপাতত তিন ম্যাচ জিতে গ্রুপ তালিকায় শীর্ষে থাকা ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসেরই এক তারকা বোলার। কে তিনি? তিনি আর কেউ নন মার্ক উড (Mark Wood)।
ইংল্যান্ডের তারকা বোলার বছর পাঁচেক আগে একটি আইপিএল ম্যাচ খেলেছিলেন। তারপর দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা। গত মরসুমে মেগা নিলামে লখনউ তাঁকে দলে নিলেও, চোটের কারণে তিনি একটি ম্যাচও খেলতে পারেনি। এবারে অবশ্য সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে নিতে বদ্ধপরিকর উড। তাঁর বোলিং দেখে অন্তত তাই মনে হচ্ছে।
এক নজরে দেখা নেওয়া যাক 'পার্পল ক্যাপ'-র দৌড়ে কারা রয়েছেন:-
মার্ক উড- ইংল্যান্ডের তারকা বোলার মরসুমের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছিলেন। তিনি আপাতত তিন ম্যাচে মাত্র ১০.৫৫ গড়ে নয় উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৭.৯১।
যুজবেন্দ্র চাহাল- গত মরসুমে সর্বোচ্চ উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহালও এই মরসুমে আবারও সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় রয়েছেন। তিনি আপাতত আট উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
রশিদ খান- কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করে কার্যত একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রশিদ। গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম এই তালিকায় দেখে কেউই অবাক হবেন না। তিনি চাহালের সমসংখ্যক উইকেট একই গড়ে (১১.৭৫) নিয়েছেন। এমকী দুই লেগ স্পিনারের ইকোনমিও (৭.৮৩) সমান।
রবি বিষ্ণোই- তালিকায় তৃতীয় লেগ স্পিনার লখনউয়ের রবি বিষ্ণোই। তিনি অবশ্য বাকিদের থেকে এক বেশি, চার ম্যাচ খেলে এখনও পর্যন্ত ছয়টি উইকেট নিয়েছেন।
সুনীল নারাইন- কেকেআরের হয়ে এক দশকেরও বেশি সময় ধরে আইপিএল মাতাচ্ছেন সুনীল নারাইন (Sunil Narine)। তিনি এবারও সর্বোচ্চ উইকেটশিকারীদের দৌড়ে রয়েছেন। নারাইনও বিষ্ণোইয়ের সমসংখ্যক ছয় উইকেট নিয়েছেন বটে, তবে তাঁর ইকোনমি বেশি হওয়ায় তিনি তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত কেকেআরের হয়ে পাঁচ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী তালিকায় নয় ও চার উইকেট নিয়ে তরুণ সুয়াশ শর্মা তালিকায় ২০ নম্বরে রয়েছেন।
আরও পড়ুন: চলতি মরসুমে আপাতত 'অরেঞ্জ ক্যাপ'-র দৌড়ে শীর্ষে রয়েছেন কোন তারকা?