হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ১৭১ রান ডিফেন্ড করতে নেমে কেকেআর নিশ্চিত পরাজয়ের দিকে এগচ্ছিল। শেষ ওভারে সানরাইজার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান। টি-টোয়েন্টিতে এক ওভারে নয় রান তোলাটা খুব একটা কঠিন নয়। কিন্তু অবিশ্বাস্য বোলিং করে শেষ ওভারে মাত্র তিন রান খরচ কেকেআরকে জয় এনে দেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)।


হৃদস্পন্দন ২০০


ম্যাচ শেষে বোলিং করার সময় নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বরুণ স্পষ্ট জানিয়ে দেন বোলিং করার সময় তিনি নিজেও বিরাট চাপে ছিলেন। তাঁর হৃদস্পন্দনও অনেকটাই বেড়ে গিয়েছিল। 'আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তবে আমি পরিকল্পনামাফিকই বল করেছি। আমি চাইছিলাম ওরা যাতে মাঠের বড় দিকটা দিয়ে শট মারার চেষ্টা করে। (বৃষ্টির জন্য) বল হাতে থেকে পিছলেও যাচ্ছিল, সেই কারণে আমার কাছে এটা ছাড়া আর তেমন বিকল্প ছিল না। এটা মাথায় রেখে সেইমতোই বোলিং করার চেষ্টা করছিলাম।' বলেন নাইট তারকা


তিনি ম্যাচে নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করলেও, দারুণভাবে ফিরে শেষ তিন ওভারে মাত্র আট রান খরচ করেন। তাঁর সুবাদেই সানরাইজার্সের থেকে দুই পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয় কেকেআর। বরুণ চক্রবর্তী এদিন মাত্র একটি উইকেট নিলেও, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। শেষ ওভারে তিনি সেট আব্দুল সামাদকে ফেরান। সামাদ টিকে থাকলে কিন্তু ম্যাচের ফলাফল ভিন্ন হতেই পারত। বরুণের মতে পরিস্থিতি যাই হোক না কেন, নিজের পরিকল্পনাচ্যুত হলে চলবে না।


পরিকল্পনাতেই বাজিমাত


নাইটদের জয়ের নায়ক বলেন, 'আমার প্রথম ওভারেই আমি ১২ রান খরচ করেছিলাম। মারক্রাম দারুণ ব্যাট করছিলাম। ম্যাচের সময় যে কোনও সময় যা কিছুই হতে পারে, তাই লড়াইয়ে টিকে থাকাটা জরুরি। অনেক সময় আবেগপ্রবণ হয়ে গেলে পরিকল্পনা থেকে সরে আসি, কিন্তু ম্যাচে এমনটা করলে হবে না।' প্রসঙ্গত, গত মরসুমে বরুণের ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। তিনি কাঙ্খিত সাফল্য পাননি। তবে এ মরসুমে আবারও তাঁকে দুরন্ত ছন্দে দেখাচ্ছে।


ইতিমধ্যেই বরুণ ১০ ম্যাচে ১৪টি উইকেট নিয়ে ফেলেছেন। পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন তিনি। ঠিক কীভাবে ঘটল এই বদল? বরুণ বলছেন, 'গত বছর আমি ৮৫ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে বোলিং করছিলাম। একটু বেশিই জিনিসপত্র করার চেষ্টায় ছিলাম। তবে পরে বুঝতে পারি আমি বোলিংয়ের রেভুলুশন কমলে গতিও কমে যায়। তাই আমি সবার প্রথমে রেভুলুশনটা ঠিক করার চেষ্টা করি এবং তাতেই লাভও হয়।'


আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা